September 12, 2025, 3:30 am
বিশেষ প্রতিবেদক:
কুষ্টিয়ায় প্রথমবারের মতো ইভিএম-এ ভোট হতে যাচ্ছে। ২৮ ডিসেম্বর খোকসা পৌরসভায় এ ভোট হবে সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত। এজন্য শেষ মুহূর্তের প্রস্তুতিও শেষ। রবিবার বেলা ১২টায় খোকসা উপজেলা থেকে কেন্দ্রগুলোতে ইভিএম মেশিন সরবরাহ করা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু আনছার বলেন, ৯টি ওয়ার্ডে মোট ৯টি ভোটকেন্দ্রের জন্য ৭২টি ইভিএম মেশিন দেয়া হয়েছে। ৫টি করে ইভিএম মেশিনের বিপরীতে তিনটি মেশিন রিজার্ভ রাখা হচ্ছে। ইতিমধ্যে প্রিসাইডিং অফিসারসহ নির্বাচন পরিচালনাকারীদের ইভিএম সর্ম্পকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। তবে, ভোটাররা ইভিএম সহজভাবে নিতে পারবেন কি-না সেটা ভোট শুরুর পরই বোঝা যাবে।
এদিকে ভোট সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে- জানান কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত।
খোকসা পৌরসভায় মেয়র পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে বর্তমান মেয়র প্রভাষক তারিকুল ইসলাম ও বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নাফিজ আহম্মেদ খান রাজু ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। এছাড়াও ৯ ওয়ার্ডে ৩১ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের তিন পদে ১০ জন মহিলা অংশ নিয়েছেন। এ পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৯শ’ ৪০ জন, এর মধ্যে নারী ভোটার ৭ হাজার ৪শ’ ৮৯।