December 9, 2024, 9:58 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রাম থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত
লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে স্বামীর সাথে ঝগড়ার কারনে আত্মহত্যা মনে করা হলেও নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
নিহতের নাম হাফিজা খাতুন (২৪), তিনি ৬ বছর বয়সী একসন্তানের জননী। তার স্বামী বাজারপাড়ার মামুন (২৮), সৌদি আরব প্রাবাসী । হাফিজার পিতার বাড়ি উপজেলার জগন্নাথপুর গ্রামে।
পারিবারিক সুত্র বলছে হাফিজার ছেলে গতকাল বিকালে পাশের বাড়ির ছেলের সাথে খেলতে গিয়ে ঝগড়া হয়। রাতে তার স্বামীর সাথে ফোনে কথা কাটাকাটি হয়।
পরদিন সকালে ৭টার দিকে হাফিজার ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায় তার ঘরে। তার ঘরের দরজার এক সাইড খোলা ছিল। হাফিজার শশুরের পরিবারের কেউ কিছু বলতে পারেনি। তবে তার শশুর জানায় তাদের মধ্যে কোন বিরোধ ছিল না।
এ বিষয়ে হাফিজার পিতা বলেন তার মেয়ে গত কয়েকদিন আগে এখানে আসে। সকালে এক প্রতিবেশি ফোন করে তাকে তার মেয়ের মৃত্যু সংবাদ দেয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ঘটনাস্থান পরিদর্শন করেন।
লাশের গলায় রশির দাগ, কপালে আঘাত ও পায়ে আঘাতের মতো চিহ্ন রয়েছে বলে তিনি জানান। লাশের ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পাঠানো হয়েছে।
Leave a Reply