August 20, 2025, 6:02 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আমদানি শুরুর পর দাম বাড়েনি পেঁয়াজের বেসরকারি পর্যায়ে ১০ লাখ টন ডাল ও চিনি আমদানি অনুমোদন কুষ্টিয়ায় কারাগারে হাজতির মৃত্যু কুষ্টিয়ায় পদ্মা ও গড়াইয়ে পানি কমলেও দৌলতপুরে অর্ধলক্ষ মানুষ পানিবন্দি কুষ্টিয়া শাহিন ক্যাডেট স্কুল/ ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল রেসিং খেলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু ঝিনাইদহে সীমান্ত অতিক্রমের অভিযোগে ১৭ জন আটক রাজশাহীতে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে কুষ্টিয়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র আনছিল সৌদি জাহাজ, ইতালিতে আটক

স্থগিতই আইপিএল, বড় আর্থিক আঘাত

দৈনিক কুষ্টিয়া স্পোর্টস ডেস্ক
আইপিএল নিয়ে যেমনটি প্রত্যাশা করা হচ্ছিল সেই মতোই ভারতীয় বোর্ডের সিদ্ধান্ত। এই মুহূর্তে প্রতিযোগিতা আয়োজনের কোনও সম্ভাবনা নেই। অনির্দিষ্টকালের জন্য এখন টুর্নামেন্ট স্থগিত। জানিয়ে দেওয়া হয়েছে আট দলের ম্যানেজমেন্টকে ।
করোনা সংক্রমণ নিয়ে গোটা বিশ্বে লকডাউন চলছে। ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে লক্ষাধিক মানুষের। ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ-সহ শীর্ষ কর্তারা টেলি-বৈঠক করে সিদ্ধান্ত নেন যে, এই মুহূর্তে আইপিএল নিয়ে ভাবারও জায়গা নেই।
এদিকে, আইপিএল বাতিল হয়ে গেলে বেশ বড় পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে বোর্ড। এখন পর্যন্ত লকডাউনের প্রভাব বোর্ডের উপরে সে ভাবে পড়েনি। ক্রিকেটারেরা তাঁদের বকেয়া পেয়ে গিয়েছেন। বোর্ডে কর্মরত ব্যক্তিরা বেতন পেয়েছেন। কিন্তু আইপিএল বাতিল হওয়া মানে পরিস্থিতি এত সহজ থাকবে না।
গত আইপিএল নিলামেই ৬৪ জন ক্রিকেটারকে কিনেছে আটটি দল। এর জন্য ১৪০ কোটি টাকারও বেশি ব্যয় করেছে দলগুলি। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের কেনা অস্ট্রেলীয় ফাস্ট বোলার প্যাট কামিন্স সব চেয়ে দামী ক্রিকেটার হয়েছিলেন। তাঁকে ১৫.৫ কোটি টাকায় কেনে কেকেআর। আইপিএল না-হওয়া মানে ক্রিকেটারদের কেউ কোনও টাকা পাবেন না। কামিন্সেরও সব চেয়ে দামি ক্রিকেটার তকমার কোনও মানে থাকবে না।
আইপিএলের প্রথা অনুযায়ী, দু’টি ভাগে ক্রিকেটারদের টাকা দেয় দলগুলি। টুর্নামেন্ট শুরুর কয়েক দিন আগে প্রথম কিস্তি দেওয়া হয়। বাকিটা ক্রিকেটারেরা পান টুর্নামেন্ট শেষে। করোনা নিয়ে বর্তমান পরিস্থিতিতে কেউ ভাবতেই পারছে না আইপিএল হচ্ছে। এমনকি, ফাঁকা মাঠে ম্যাচ করার ভাবনাও দূরতম কল্পনা মনে হচ্ছে। এই পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত রাখা ছাড়া উপায়ও নেই সৌরভদের সামনে। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ নিজে আনন্দবাজারকে দেওয়া একাম্ত সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘ক্রিকেট থাকবে, খেলা থাকবে। এটা মানুষের পাশে দাঁড়ানোর সময়।’’ বোর্ডের আর একটা বড় চিন্তার কারণ, আইপিএল প্রত্যেক বছরেই হয়। অলিম্পিক্সের মতো চার বছর অন্তর নয়। তাই কত দিন পিছনো যেতে পারে? ২০২১ এসে যাওয়া মানে তো পরের বারের আইপিএলের প্রস্তুতি শুরু হয়ে যাবে।

আইপিএলের সব চেয়ে বড় অর্থ আসে টিভি স্বত্ব থেকে। ২০১৭ সালেই স্টার ইন্ডিয়া রেকর্ড অর্থে পাঁচ বছরের জন্য স্বত্ব কিনেছিল। তার পরেই আটটি দলকে ১৫০ কোটি টাকা করে গ্যারান্টি অর্থের প্রতিশ্রুতি দিয়েছিল বোর্ড। সেই অর্থও অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net