December 9, 2024, 9:35 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুৃষ্টিয়ায় খোলা হলো দোকান-পাট, ব্যবসা বাণিজ্য। ৭ জুলাই সন্ধ্যায় দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ এর সভাপতি হাজী রবিউল ইসলামের সভাপতিত্বে তার বাসভবনে চেম্বার নেতৃবৃন্দ ও প্রায় ৫০ জন ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে সভাপতি জেলা প্রশাসক আসলাম হোসেনের সাথে কথা বলেন।
এ বিয়য়ে চেম¦ারের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী এএমএম রোকনুজ্জামান নান্টু বলেন স্বাস্থ্য বিধি যথাযথ ভাবে মেনে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে বুধবার থেকে সকাল ১০ টা হতে সন্ধ্যা ৭.০০টা পর্যন্ত দোকান খোলার সিদ্ধান্ত হয়েছে।
তবে ব্যবসায়ীদের মানতে হবে কঠোর নিয়ম কানুন। নানা বিধি নিষেধ আরোপিত থাকবে সর্বত্র বলে জানান এই ব্যবসায়ী নেতা।
করোনার অব্যাহত প্রাদুর্ভাবের কারনে খুলনা বিভাগের তিন জেলা সরকার ঘোষিত রেড জোনের আওতায় আনে সরকার। জেলাগুলো হলো কুষ্টিয়া মাগুরা ও খুলনা। এসব জেলাগুলোর রেড জোন ম্যাপিং এলাকাগুলো নিয়ে আসা হয় সাধারন ছুটির আওতায়।
কুষ্টিয়াকে ২১ জু রাতেই রাতেই রেড জোনের আওতায় আনা হয়। মাগুরা ও খুলনাকে আনা হয়েছে গত রাতে (২৩ জুন)। রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই রেড জোনগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করে আদেশ জারি করা হয়।
Leave a Reply