July 2, 2025, 9:27 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া-খুলনা মহাসড়কের বিত্তিপাড়ায় ট্রাক ও এম্বুলেন্স এর মুখোমুখি সংঘর্ষে এ্যাম্বুলেন্সে থাকা ৫জনের মৃত্যু হয়েছে। এরা সবাই এম্বুলেন্সের যাত্রী এবং প্রতিবন্ধী বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় কুষ্টিয়ার বিত্তিপাড়া লক্ষিপুর-নিয়তমোড়ে এ ঘটনা ঘটে।
সহকারী পুলিশ সুপার এএসপি সাদর সার্কেল আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুষ্টিয়া থেকে যশোর অভিমুখে যাাওয়া পথে একটি এ্যাম্বুলেন্স ঘটনা¯’লে পৌছালে বিপরীত দিক থেকে দ্র“তবেগে ছুটে আসা বিএডিসি’র একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটেছে।
সংবাদ পেয়ে ঘটনা¯’ল থেকে মৃতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। মৃতদের মধ্যে ৪জন পুর“ষ এবং একজন নারী। এছাড়া গুর“তর আহত একজনকে উদ্ধার করে হাসপতালে প্রেরণ করা হয়েছে।
কুষ্টিয়া ফ্য়াার সার্ভিসের উদ্ধার কারী দল ও পুলিশের যৌথ উদ্ধার কাজ চালা”েছন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা
ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন দুর্ঘটনায় পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply