July 1, 2025, 11:09 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঢাকার জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়াল গেজ ডাবল লাইন নির্মাণ হবে। এ সংক্রান্ত একটি প্রকল্পে অর্থায়ন করবে জাপান সরকার।
ইতোমধ্যে সরকারের সঙ্গে ঋণ চুক্তি সই করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। ঋণ চুক্তির আওতায় প্রকল্পটির নির্মাণকাজে জাপানের বৈদেশিক উন্নয়ন সহায়তা (ওডিএ) ঋণের মাধ্যমে বাংলাদেশকে ৯২ হাজার ৭৭ মিলিয়ন জাপানি ইয়েন ঋণ দেবে জাইকা। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭ হাজার ৬৯৪ কোটি টাকা।
জয়দেবপুর-ঈশ্বরদীর মধ্যে বিদ্যমান রেলপথের ডবল ট্র্যাকিংয়ের মাধ্যমে রেলপথের সক্ষমতা বৃদ্ধি ও দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণের লক্ষ্যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় ১৬২ কিলোমিটার ডুয়াল গেজ মেইন লাইন, ২৫ কিলোমিটার লুপ ও সাইডিং লাইন, ১১ কিলোমিটার বিদ্যমান লাইন পুনর্র্নিমাণ, তিনটি নতুন স্টেশন নির্মাণসহ আনুষঙ্গিক অন্যান্য কাজ করা হবে। প্রকল্পটির জন্য জাপান সরকার বিভিন্ন পর্যায়ে ঋণ প্রদান করবে।
এর আগে প্রকল্পটির ইঞ্জিনিয়ারিং সার্ভিসের জন্য জাপান সরকারের সঙ্গে ৪ হাজার ২২৮ মিলিয়ন জাপানিজ ইয়েনের (আনুমানিক ৩২ মিলিয়ন ডলার) ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। বর্তমানে প্রথম ট্রেন্সের জন্য জাইকা ৯২ হাজার ৭৭ মিলিয়ন জাপানিজ ইয়েন (আনুমানিক ৬৩ কোটি ডলার) ঋণ প্রদান করবে। ওই প্রকল্পের ঋণের সুদের হার নির্মাণকাজের জন্য ২ শতাংশ, পরামর্শক সেবার জন্য দশমিক ৬৫ শতাংশ এবং ফ্রন্ট এন্ড ফি (এককালীন) দশমিক ২০ শতাংশ। এ ঋণ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধযোগ্য।
দ্বিপাক্ষিক পর্যায়ে জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত জাপান সরকার বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন সেক্টরে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করেছে। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ সরকারের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পানি সরবরাহ ও স্যানিটেশন, পল্লী উন্নয়ন, পরিবেশ উন্নয়ন এবং মানবসম্পদ উন্নয়নসহ অন্যান্য খাতের প্রকল্পে ঋণ ও বিভিন্ন প্রকার অনুদান সহায়তা হিসেবে অদ্যাবধি জাপান সরকার কর্তৃক ৩৩ দশমিক ৬২ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে।
Leave a Reply