November 4, 2025, 4:53 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার ৪টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা গোয়ালন্দে শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ নেতৃত্বে কুষ্টিয়ার সেতু/ “আমার ব্যাংক” নামে ডিজিটাল ব্যাংক পরিচালনার উদ্যোগ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা আবারও জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত ডা. শফিকুর রহমান কুষ্টিয়া চেম্বারের বার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত কুষ্টিয়া শহরে টয়লেটের দরজার নিচ দিয়ে ঢুকে ৩ স্বর্ণের দোকানে চুরি কুষ্টিয়া-নাটোর-রাজশাহীর নতুন আতঙ্ক ‘কাকন বাহিনী’ : তিন জেলার মানুষের নিদ্রাহীন রাত ঝিনাইদহে মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার বাংলাদেশ আবারও ভারতকে চিঠি দিচ্ছে ট্রেন চালু করার জন্য

যুক্তরাষ্ট্রে নির্বাচনের পর বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যু

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/ 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরপরই ২য় ধাপে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনা, নির্বাচন সব মিলিয়ে অনেকটা পরিবর্তন এনেছে দেশটির উন্নতির গতিতে। অর্থনীতিবিদদের একাংশের ধারণা করছেন যে করোনায় এখন পর্যন্ত দেশটির যা ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে বেশ কয়েক বছর লাগতে পারে। একদিকে আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণ, অন্যদিকে অর্থনীতি যাতে আরো তলানিতে না ঠেকে যায়, এই দ্বিমুখী চাপ সামলাতে এখন নাজেহাল আমেরিকার প্রশাসন।

অর্থনীতিবিদদের আশঙ্কা, এর প্রভাব পড়বে সমাজের সর্বত্র। বিশ্বের অন্যতম বড় অ্যাকাউন্টিং ফার্ম গ্রান্ট থর্টনের অর্থনীতিবিদ ডায়ানা সোঙ্ক বলছেন, ‘আমেরিকার অর্থনীতির ভবিষ্যৎ এখন নির্ধারণ করবে কোভিড-১৯। বর্তমানে আবার যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে চিন্তা বাড়ছে। করোনার এই দ্বিতীয় তরঙ্গ দেশের অর্থনীতিতে খুব খারাপ প্রভাব ফেলবে।’

ওয়ার্ল্ডো মিটারস এর দেয়া তথ্য মতে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৩৬ হাজার ৯২২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৭৯ জন। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ কোটি ১৩ লাখ ৬৫ হাজার ৫২ জন, যা বিশ্বব্যাপী কোনো দেশে সবচেয়ে বেশি। মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৫১ হাজার ৮৩২ জনের। আর মোট সুস্থ ৬৯ লাখ ৩৪ হাজার ৬১৩, যা মোট আক্রান্তের অর্ধেক।

সংস্থাটির দেয়া তথ্যমতে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। করোনার আবহে লকডাউনের প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতেও। মন্দার ধাক্কায় জুন মাসে শুরু হওয়া চলতি আর্থিক বছরের প্রথম তিন মাসে (জুন-আগস্ট) ২৪ শতাংশ সঙ্কুচিত হয়েছে সে দেশের অর্থনীতি। ভারতে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত ৮৮ লাখ ৪৫ হাজার ৬১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণহানি হয়েছে ১ লাখ ৩০ হাজার ১০৯ জনের। মোট সুস্থ হয়েছেন ৮২ লাখ ৪৭ হাজার ৯৫০ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net