December 27, 2024, 4:18 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় জেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে করোনা বিষয়ক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও মাস্ক বিতরন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালের অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। টেলি কনফারেন্সে অনুষ্ঠানের উদ্বোধন কনের বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামÐলীর সদস্য ডা. এস এ মালেক। টেলিকনফারেন্সে মাধ্যমে বক্তব্য রাখেন ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আআমস আরেফীন সিদ্দিকী, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. জিয়া রহমান।
বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রিয় পরিচালনা পরিষদের সদস্য ও জেলা শাখার সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রখ্যাত সার্জন ডাঃ এসএম মুসতানজিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যলয়ের ট্রুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান এবং ইবির বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড.মাহবুবুল আরফিন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার, মজিবর রহমান মেমোরিয়াল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ লাল মহম্মদ, কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি মজিবর রহমান মেমোরিয়াল হাসপাতালের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টর্লিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক ও গবেষক, দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ও ইসলামী বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা ড. আমানুর আমান।
উদ্ধোধনী বক্তৃতায় ডাঃ এস এ মালেক বলেন, বৈশ্বিক মহামারী করোনার কারণে বিপর্যস্ত বিশ্ব। যার প্রভাব এড়াতে পারেনি বাংলাদেশও। গত ছয় ১০ মাস ধরে অদৃশ্য এ শক্তির মোকাবিলার পাশাপাশি ছিল প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ। এসব প্রতিকূল পরি¯ি’তি থেকে মানুষকে বাঁচাতে বহুমাত্রিক উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মঘণ্টা ভুলে শক্ত হাতে একাই সামলে নিচ্ছেন সবকিছু। বাংলাদেশ স্বপ্ন দেখছে সামনে এগিয়ে যাওয়ার। করোনার মধ্যেও থেমে নেই মেগা প্রকল্পগুলোর নির্মাণ। বেড়েছে দেশের আর্থিক সক্ষমতা। তিনি আরো বলেন, করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারী রূপে ধারণ করলেও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখনও সুদৃঢ় অবস্থায় রয়েছে। নিশ্চিত হয়েছে যথাযথ চিকিৎসা ব্যব¯’াও। এক কথায় করোনা যুদ্ধে অপ্রতিরোধ্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
প্রধান অতিথির বক্তব্যে ডা: মুস্তানজিদ বলেন সাধারন কিছু নিয়ম মেনে চললেই এ করোনার থাবা থেকে প্রত্যেকেই নিজেকে রক্সা করতে সক্ষম। তিনি সাধারণ নিয়মগুলো সবাইকে পালন করে করোনা প্রতিরোধ যুদ্ধে জয়ী হবার আহবান জানান।
Leave a Reply