December 23, 2025, 2:51 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা, টানা দুই দিন সূর্যের দেখা নেই ভোমরা স্থলবন্দরে আমদানি কমের মধ্যেও রপ্তানি ও রাজস্ব বৃদ্ধি লাখো মানুষের শ্রদ্ধায় শেষ বিদায়/ চিরনিদ্রায় শহীদ ওসমান হাদি কুষ্টিয়া নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড, তদন্তে প্রশাসন শোকবার্তায় জামায়াত /আওয়ামী লীগের প্রতিবিপ্লবের অপচেষ্টা রুখে দেওয়ার কারিগর ছিলেন হাদি’ মব সন্ত্রাসে জাতি বিভক্ত, দায় সরকারের: মির্জা ফখরুল সহিংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে সতর্ক থাকার আহ্বান সরকারের জুলাই–অক্টোবরে বাণিজ্য ঘাটতি ৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে অন-ডিউটি চিকিৎসকের মোবাইল গেম খেলা/ দুদকের অভিযানে মিলল সত্যতা, আরও অভিযোগ আজ মহান বিজয় দিবস/বাংলাদেশের মুক্তিযুদ্ধ: ঐতিহাসিক প্রেক্ষাপট, সংগ্রাম ও বিজয়ের গৌরবগাথা

মিরপুর রেলওয়ে স্টেশন সম্প্রসারণের দাবি জনতার টনক নড়ছে না কতৃপক্ষের

মীর রিসান/

কুষ্টিয়া মিরপুর উপজেলার মিরপুর রেলওয়ে স্টেশন সংস্কার ও সম্প্রসারণের পাঁচটি দাবি নিয়ে দীর্ঘদিন মাঠে সক্রিয় রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক সংগঠন ও সাধারণ জনগণ। কুষ্টিয়া মিরপুর থেকে রাজশাহী রেল সড়কে চলাচল ব্যাবস্থা উন্নত হলে মানুষের ভোগান্তি কমবার সঙ্গে বাড়বে অর্থনৈতিক উন্নয়নের উৎস।

মিরপুর রেলওয়ে স্টেশন মাস্টার ইসরাইল আলী বলেন,(এস এস এ ই) বাংলাদেশ রেলওয়ে চুয়াডাঙ্গা বরাবর পাঁচটি দাবি নিয়ে বারংবার চিঠি দিলেও কোনো উওর মিলেনি।  প্লার্টফর্ম বর্ধিত করণ,প্লার্টফর্ম কার্পেটিং করণ,প্লাটফর্ম শেড নির্মাণ,বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং স্টেশন এর প্রবেশদ্বার রাস্তাটি নির্মাণ করার দাবি জানানো হচ্ছে।

মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিল এর সাবেক সভাপতি নজরুল করিম জানান, ইতিমধ্যেই মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন এর সহযোগিতায় আমরা প্লাটফর্মে খাবার পানি সরবরাহের জন্য টিউবওয়েল ও ট্যাপকল স্থাপন করেছি।রেলওয়ে কর্মচারীদের আবাসস্থল ও গোসলখানা নির্মাণ করে দিয়েছি এবং যাত্রীদের বিশ্রামাগার সংস্কার ও বসার চেয়ার দিয়েছি তবে মিরপুর রেলওয়ে স্টেশন এর উন্নয়নমূলক কোনো কাজ আমরা আদায় করে নিতে পারিনি তবে জাসদ সভাপতি হাসানুল হক ইনু (এমপি) এবং কুষ্টিয়া সদর আসনের সাংসদ মাহবুবউল আলম হানিফ (এমপি) সহযোগিতায় চিত্রা এক্সপ্রেস (আন্তনগর) কুষ্টিয়া মিরপুর থেকে ঢাকাগামী স্টপেজ করতে সক্ষম হয়েছি।

নজরুল করিম আরো জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি টিপু মাহমুদ এর সহযোগিতায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এর সঙ্গে সাক্ষাৎ করলেও তা ফলপ্রসু হয়নি

নজরুল করিম বলেন,লকডাউন শেষ হলে নাগরিক কমিটির পক্ষ থেকে।আমরা আন্তনগর সকল ট্রেন স্টপেজ এবং রেলওয়ে অবকাঠামোগত উন্নয়নের জন্য কঠোর আন্দোলন করবো।

মিরপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্ম বর্ধিত করনের আরো দাবি তোলেন।ছাত্র কল্যাণ ট্রাস্ট এর সভাপতি শ্রাবণ ইসলাম তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি মিজানুর রহমান মিজান।মিরপুর রেলওয়ে স্টেশন যাত্রীরা অভিযোগ করেন,এগারো বগি বাইশ বগি ট্রেন থামলে প্লার্টফর্মের বাইরে বগি চলে যায় তাতে করে ঝুঁকিপূর্ণ হয় ট্রেনে ওঠা নামা।

এ বিষয়ে রেলওয়ে সহকারী ইন্জিনিয়ার সোহানুর রহমান জানান ইতিমধ্যেই (এ পি এ) তে মিরপুর রেলওয়ে স্টেশনের তালিকাভুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net