October 20, 2025, 3:04 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাড়ি ভাতা ৫ শতাংশে শিক্ষকদের অস্বীকৃতি, আন্দোলন অব্যাহত এইচএসসিতে ইংরেজি: দুর্বল ভিত্তি থেকে ফল বিপর্যয় জুলাই সনদের অঙ্গীকারনামায় যা উল্লেখ আছে ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসের ৩ দিনের অনুষ্ঠানের উদ্বোধন চাকসু নির্বাচন: ভিপি-জিএসসহ ২৬ পদের ২৪টিতেই ছাত্রশিবিরের জয় রাকসু নির্বাচন/ ২৩ পদের ২০টিতে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের জয় আওয়ামী আমলের প্রশাসনের বিরুদ্ধে উঠা তিন অভিযোগ নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুদক সব সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি, পরীক্ষাও স্থগিত চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পান করে ৬ জনের মৃত্যু, ৩ জন হাসপাতালে দৌলতদিয়া/ ঘন কুয়াশার কারণে বন্ধ হওয়া ঘাট ৩ ঘন্টা পর স্বাভাবিক

ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী/কুষ্টিয়া সদরে ২৫ আওয়ামী লীগ নেতা-কর্মীকে বহিস্কারের সুপারিশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনিত প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ার কারনে কুষ্টিয়া সদর উপজেলার ২৫ নেতা-কর্মিকে বহিস্কারের সুপারিশ করা হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে এই ২৫জনকে চিহ্নিত করা হয় এবং বহিস্কারের সুপারিশ করে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ বরাবর পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাতে কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আসম আখতারুজ্জামান মাসুম ও সাধারন সম্পাদক রেজাউল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিস্কৃতরা হলেন, চেয়ারম্যান প্রার্থী হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের স্বা¯’্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান, আওয়ামী লীগ কর্মি মিজানুর রহমান মিন্টু ফকির, আইলচারা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, পাটিকাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ কর্মি আব্দুল মোমিন ও রিজভীউজ্জামান, গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো: জাফরউল্ল্যাহ, মনোহরদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমাবয় বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম, ঝাউদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বখতিয়ার হোসেন, ঝাউদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মাসুদ পারভেজ সবুজ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহুল কুদ্দুস ডেভিট, আব্দালপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলী হায়দার স্বপন ও সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন স্বপন, হরিনারায়নপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আতিয়ার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তবিবর রহমান তোতা ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সম্রাট, উজানগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন মোল্লা, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন বিশ্বাস, আলামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মালেক আসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সিরাজ উদ্দিন শেখ ও আরেক সদস্য আবু দাউদ মন্ডল।
বহিস্কারের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল হক বলেন,‘ যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছে তাদের বহিস্কারের সুপারিশ করা হয়েছে। তিনি জানান এদের মধ্যে অনেকের নাম নির্বাচনে মনোনয়নের যে তিন জনের সুপারিশ করা হয়েছিল তাদের মধ্যে ছিল। কিন্তু যারা মনোনয়ন পাননি তাদের অনেকেই দলীয় প্রার্থরি বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী হয়েছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান জানিয়েছেন দলীয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন দলের হাই কমান্ড এইসব বিদ্রোহী প্রার্থী যারা দলের মনোনিত প্রার্থীদের বিরুদ্ধে অরাজকতা সৃষ্টি করছে তাদের বিষয়ে কঠোর।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net