November 17, 2025, 12:24 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পাটুরিয়ায় পাঁচ ফেরিঘাটের মধ্যে সচল মাত্র একটি জামায়াত ক্ষমতায় এলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা কর হবে ভেড়ামারায় বিএনপি প্রার্থীর কবর জিয়ারত— ধর্মীয় আবেগও কি দলীয় রাজনীতির ছোবলে? কুষ্টিয়ার ২জনসহ মেহেরপুর সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ কুষ্টিয়া-১ আসনে এনসিপির প্রার্থী হতে আগ্রহী নুসরাত তাবাসসুম ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, যৌথবাহিনীর অভিযান জোরদার গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে অবরোধ/সাড়ে চার ঘণ্টা পর স্বাভাবিক যান চলাচল ঢাকা–খুলনা মহাসড়কে রাজবাড়ীতে থেমে থাকা বাসে কুষ্টিয়াগামী এসবি পরিবহনের ধাক্কা, আহত ১৫ মানবতাবিরোধী অপরাধ মামলা: শেখ হাসিনাসহ তিনজনের রায় ১৭ নভেম্বর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তবিশ্ববিদ্যালয় গেমস’র বর্ণাঢ্য উদ্ধোধন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আন্তবিশ্ববিদ্যালয় রগমসের শুভ উদ্ধোধন হয়েছে ইসলামী বিশ^বিদ্যারয়ের সবুজ চত্বরে। এখানে দুটি খেলা অনুষ্ঠিত হবে। খেলা দুটি হলো হ্যান্ডবল ও ভলিবল প্রতিযোগিতা। শনিবার ইসলামী বিশ^বিদ্যারয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৭টি পুরুষ দল ও ৬টি নারীদল প্রতিযোগিতার হ্যান্ডবল ক্যাটাগরিতে অংশ নিচ্ছে।
১৮ ডিসেম্বর থেকে ভলিবল প্রতিযোগিতা শুরু হবে।
পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম, বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয় পরিষদের পতাকা উত্তোলন করেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ফেডারেশন (ফিসু)-এর পতাকা উত্তোলন করেন রেজিস্টার (ভারপ্রাপ্ত) এইচ.এম. আলী হাসান এবং অলিম্পিক পতাকা উত্তোলন করেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল। এছাড়াও নিজ-নিজ দলের পতাকা উত্তোলন করেন দলীয় ম্যানেজার ও প্রশিক্ষকবৃন্দ।
প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বক্তব্যের শুরুতে সকলকে বিজয়ের মাসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমি খুশি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আশা করছি, আগামী দিনে আরো বেশি সংখ্যক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ভাইস চ্যান্সেলর বলেন, ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের সময় শৃঙ্খলার শিক্ষা ভালোভাবে প্রদর্শন করতে পারেন খেলোয়াড়রা। তিনি আরও বলেন, খেলায় হার-জিত থাকবেই। কিন্তু সম্পর্কের মাধুর্য যেন হারা জেতার মধ্যেও বজায় থাকে।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বিশ্ববিদ্যালয় দলকে সুস্বাগত জানান। তিনি বলেন, আমরা যদি এই প্রতিযোগিতায় শৃঙ্খলা বজায় রাখতে পারি তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুনাম হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড.আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, খেলা মানে শৃঙ্খলা; জয়কে যেমন, তেমনি পরাজয়কে মেনে নেয়া।
শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ।
বক্তব্য প্রদান শেষে ভাইস চ্যান্সেলর বেলুন ও পায়রা উড়িয়ে আন্তবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও ভলিবল প্রতিযোগিতা ২০২২-এর শুভ উদ্বোধন করেন।
এরপর শুরু হয় মনোমুগ্ধকর পরিবেশনা। ডিসপ্লে­, বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর দল লাঠি খেলা এবং লালন সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম খেলায় হ্যান্ডবল (ছাত্র)-এ ঢাকা বিশ্ববিদ্যালয় ২৪-১৪ গোলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়কে পরাজিত করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net