December 5, 2024, 11:10 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশের বাজারে নতুন করে আরও ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ভারতীয় ডিম দেশের বাজারে যোগ হয়েছে আজ শুক্রবার থেকে।
কাস্টম হাউস সূত্রে জানা গেছে, গত বছরের ৫ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ১৪ লাখ ৫২ হাজার ৯৯০ পিস ডিম আমদানি হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত আটটার দিকে ডিমের চালানটি খালাস নিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাইড্রোল্যান্ড সলিউশন। ডিমের এই চালানটি কাস্টমস থেকে ছাড় করতে কাগজপত্র দাখিল করে সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনাল।
এর আগে বুধবার (২০ নভেম্বর) রাতে ডিমের এ চালানটি ভারতের পেট্রাপোল হয়ে দেশের বন্দরে প্রবেশ করে।
পোর্ট কাস্টমস জনিয়েছে এই ডিম ৫ শতাংশ শুল্কো সুবিধায় আনা হয়েছে। এই শুল্কে শুল্কায়ন করা প্রতিটি ডিম পাইকারি বাজারে ৯ টাকায় বিক্রি হওয়ার কথা রয়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই শুল্ক সুবিধা পাবেন আমাদানিকারকরা।
শুল্ক কমানোর আগে প্রতিটি ডিমে ১ টাকা ৮৩ পয়সা শুল্ক দিতে হতো। কমানোর পর প্রতিটি ডিম মাত্র ৭৬ পয়সা শুল্ক পরিশোধ করতে হচ্ছে। এখন থেকে ভারত থেকে আমদানি করা নতুন চালানের প্রতিটি ডিম ৯ টাকার মধ্যে পাইকারি বাজারে বিক্রি করতে হবে।
বাজারদর নিয়ন্ত্রণ এবং সরবরাহ বাড়াতে গত মাসের ১৭ অক্টোবর শুল্ক কমানোর একটি আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এদিকে, ডিম আমদানি বাড়ার ফলে বাজারে ডিমের দাম কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে ৪৪ থেকে ৪৬ টাকা দরে প্রতি হালি ডিম কিনতে পারছে ক্রেতারা।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক মামুন কবীর তরফদার জানান, এই ডিম শুক্রবার দেশের বাজারে বিক্র হওয়ার কথা রয়েছে।
আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রোল্যান্ড সলিউশনের স্বত্ত্বাধিকারীর প্রতিনিধি ইকরামুল হাসান সজিব বলেন, ‘সরকার নির্ধারিত কম শুল্কে বন্দর থেকে ডিম খালাস নিচ্ছি। প্রতিটি ডিম বাজারে ৯ টাকার মধ্যে পাইকারি বিক্রি করা হচ্ছে। ডিমের দাম আগের চেয়ে ৪-৫ টাকা কম হওয়া উচিত বলে মনে করেন তিনি।
সূত্র জানাচ্ছে, সরকারের তরফ থেকে কয়েকটি প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দেওয়া হলেও এসব প্রতিষ্ঠান এখনও ডিম আমদানি করেনি। এখন পর্যন্ত মেসার্স হাইড্রোল্যান্ড সলিউশন নামক প্রতিষ্ঠান আমদানি করেছে।
Leave a Reply