December 5, 2024, 10:03 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পরিবহন মালিক ও স্থানীয় প্রশাসনের দ্ব›েদ্ব পাঁচদিনেও কোনো সমঝোতা না হওয়ায় বেনাপোল থেকে ঢাকাসহ সারাদেশের দূরপাল্লার সকল পরিবহন চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে হাজার হাজার পাসপোর্টযাত্রীদের।
গত শুক্রবার থেকে এ ধর্মঘটের ডাক দেয় বেনাপোল পরিবহন ব্যবসায়ী সমিতি। এর মধ্যে গত সোমবার জেলা প্রশাসনের সঙ্গে বাস মালিকদের আলোচনা সভা হলেও দু’পক্ষই অনড় থাকায় কোনো সমাধান হয়নি।
ঘটনার সূত্রপাত ঘটে যখন গত শুক্রবার রাত ৩ টার দিকে দেশের বিভিন্ন এলাকা থেকে বেনাপোল পোর্ট অবিমূখী আসা প্রায় ১২টি বাসের যাত্রীদের জোরপূর্বক বেনাপোল পোর্ট থেকে ১২ কিলোমিটার দুরে টার্মিনালে নামিয়ে দেয়া হয়। এ সময় যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগেন এবং হয়রানির শিকার হন। স্থানীয় প্রশাসনের নিদের্শে এই কাজটি টার্মিনালে থাকা পৌরসভার লোকজন। পরে সেই যাত্রীদের লোকাল বাসে করে চেকপোস্টে পাঠানো হয় । কোনো কিছু না জানিয়ে প্রশাসনের এ ধরনের সিদ্ধান্তের কারণে বাস মালিক সমিতি বাস চলাচল বন্ধ করে দেয়।
আজও বেনাপোল থেকে দুপাল্লার পরিবহনের টিকিট কাউন্টারগুলো বন্ধ দেখতে পাওয়া যায়। কবে নাগাদ বাস চলাচল শুরু হবে এ ব্যাপারেও নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না। এতে করে ভারত থেকে আসা হাজার হাজার পাসপোর্টধারী যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। গন্তব্যে যেতে তারা বিকল্প হিসেবে প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রেন, ইজিবাইক, জেএসএ, ব্যাটারিচালিত রিকশা, নসিমন ব্যবহার করছেন। এতে ভোগান্তির পাশাপাশি খরচও বেশি হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন।
যশোর জেলা বাস মালিক সমিতির সভাপতি ও ফেডারেশনের সদস্য মুসলিম উদ্দিন পাপ্পু বলেন, বেনাপোলে যানজট নিরসনে পৌর বাস টার্মিনাল ব্যবহারে নির্দেশনা দেয় জেলা প্রশাসন। পরিবহন কর্তৃপক্ষ পৌর বাস টার্মিনাল ব্যবহারে সহমত পোষণ করে দিনের বাসগুলো ছাড়ছিল সেখান থেকেই।
তিনি দাবি করেন, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীদের দাবির প্রেক্ষিতে ও তাদের নিরাপত্তা ও সুবিধার কথা চিন্তা করে শুধুমাত্র রাতের বাসগুলো চেকপোস্ট টার্মিনালে এসে যাত্রী নামিয়ে দিয়ে খালি বাস যাচ্ছিল পৌর টার্মিনালে। হঠাৎ শুক্রবার গভীর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা বাসের যাত্রীদের পৌর বাস টার্মিনালে নামিয়ে নেওয়া হয়। এতেই ঝামেলার সূত্রপাত ঘটে।
বেনাপোল পরিবহণ সমিতির সভাপতি বাবলুর রহমান বাবু জানান, “এ নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকের পরও কোনো সমঝোতা হয়নি। তাই এখনো বেনাপোলের দূরপাল্লার সব বাস বন্ধ রেখেছে মালিক সমিতি। যাত্রীদের নিরাপত্তাসহ হয়রানির হাত থেকে রক্ষার জন্য আমরা আমাদের সিদ্ধান্তে অটল রয়েছি।”
তিনি আরও জানান, ঢাকার পরিবহন মালিকদের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসায় পরিবহন ছাড়া যাচ্ছে না।
এদিকে স্থানীয় প্রশাসন বলছে, এসব বাসগুলা স্থলবন্দরে নজীরবিহীন যানজট সৃষ্টি করছিল। ভারত থেকে আসা যাওয়া করা অনেক যাত্রীও দাবি করছিলেন বাগুলো স্থলবন্দরের আন্তর্জাতিক বাস টার্মিনালের গেইটের বাইরে রাখা হোক। ফলে এই সিদ্ধান্ত নেয়া হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজীব হাসান জানান, বিষয়টি অনেক উপরের স্তরে চলে যায়।
কিনি জানান, পরবর্তীতে বন্দরে দু’দফঅ পরিদশর্নে আসেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি বিষয়টি অবহিত হবার পর তার নির্দেশে বাস বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।
যশোর জেলা বাস মালিক সমিতির সভাপতি মুসলিম উদ্দিন পাপ্পু বলেন, ‘ চেকপোস্টে ভেহিক্যাল টার্মিনাল চালু হওয়ার গেছে গাড়ির জট। তার দাবি, বাস চলাচলে কোনো যানজট হয় না। ভারত থেকে আসা পণ্যবাহী খালি ট্রাক একলাইনে না রেখে পাশাপাশি ৩-৪টি করে রেখে রাস্তার একপাশ পুরোটা দখল করে রাখার কারনে যানজটের সৃষ্টি হয়। তিনি প্রশাসনকে এটা দেখতে বলেন।
গত সোমবার সমস্যা নিরসনে একটি স্থানীয় প্রমাসনের সাথে বৈঠক হলেও কোন সমাধান আসেনি।
বিপুল সমস্যার মুখে পড়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন পাসপোর্টধারী যাত্রীরা।
ভারতফেরত যাত্রী মেহেদী হাসান জানান, ভারত থেকে দেশে ফিরে এখন দেখছি দুর্ভোগের শেষ নেই। বাস নেই। পরে তিনজন মিলে একটি প্রাইভেটকার নিয়ে কুষ্টিয়া এসেছেন। এজন্য তাকে ২৫০ টাকার স্থলে গুণতে হয়েছে ১৫০ টাকা।
তিনি প্রশান করেন. দেশের প্রশাসন স্থবির হয়ে গেছে নাকি ?
এদিকে, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজীব হাসান, শেয়ার করেন যে, নতুন পৌর বাস টার্মিনালের নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন, নারী-পুরুষের জন্য পৃথক নামাজের স্থান, ব্রেস্ট ফিডিংয়ের জন্য কর্নার সবকিছুই রয়েছে।
আমরা বলেছি, পাসপোর্ট যাত্রীদের নিরাপত্তার জন্য রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত তারা চেকপোস্টে যাত্রী নামিয়ে দিতে পারবে। কিন্তু কোনো পরিবহন আমরা সেখানে থাকতে দেবো না।
Leave a Reply