September 11, 2025, 1:41 am
দৈনিক কুষ্টিয়অ অনলাইন/
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বৃহস্পতিবার মধ্যরাতে গ্রাম্য সালিশের নামে এক বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
স্থানীয় বিএনপি নেতারা এই হত্যাকান্ডের জন্য জামায়াতে ইসলামী নেতাকে দায়ী করেছেন।
নিহতের নাম জাফর হোসেন (৪১)। তিনি মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের সামন্তা গ্রামের বাসিন্দা এবং মৃত জবেদ আলীর ছেলে। তিনি কাজীরবেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।
ঘটনাটি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সামন্তা গ্রামে ঘটে।
কাজীরবেড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল হোসেন জানান, স্থানীয় জামায়াত নেতা সাইদুর রহমান বিএনপি কর্মী জাফরকে তার বাড়ি থেকে ডেকে নেন। পরে, জামায়াত নেতা আমিরুল ইসলাম ও তার সহযোগীরা লোহার রড দিয়ে জাফরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন।
মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, জাফর আলীর সঙ্গে স্থানীয় জামায়াত নেতা আমির মোরল, সজিব, তরিকুল ও আব্বাস মাস্টারের মধ্যে একটি গাছের মালিকানা নিয়ে বিরোধ ছিল।
এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, এবং বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
মহেশপুর উপজেলা বিএনপি শুক্রবার বিকাল ৩টায় সামন্তা বাজারে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে।
জামায়াত নেতা সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মহেশপুর থানায় নেওয়া হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, গণপিটুনিতে জাফর নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিস্তারিত পরে জানানো হবে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।