July 8, 2025, 3:28 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তবর্তী সরকার দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে রেকর্ড করেছে সরকার। গত ১০ মাসে ২২৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং তাদের পরিবারের সদস্য ও আওয়ামী লীগ সংশ্লিষ্টদের নাম বদল করা হয়েছে।
অন্তর্র্বতী সরকার ক্ষমতা গ্রহণের পর পরই এ উদ্যোগ নেওয়া হয়। সর্বশেষ গত ৪ জুন ২৪টি সরকারি স্কুলের নাম পরিবর্তন করা হয়।
টানা ১৬ বছর ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশব্যাপী অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি পুরোন প্রতিষ্ঠানের নামকরণ নিজের পরিবারের সদস্য ও দলীয় নেতাদের নামে করেন। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং সরকারের দোসরদের নাম সরানোর পদক্ষেপ নেয়।
নতুন নামকরণের বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তির নাম বাদ দিয়ে স্থানীয় নামে নামকরণ করা হয়েছে। তবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বা এই ঘরানার কারো নাম পরিবর্তন করা হয়নি।
এত অল্প সময়ে এত সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের নাম বদলের রেকর্ড আগে কখনো হয়নি। শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয় কমকর্তারা জানিয়েছেন, নাম বদলের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।
১০ মাসে ২২৭ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদল/
৬টি মেডিকেল কলেজের নাম বদল/ গত ৩০ অক্টোবর ৬টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জের নাম পরিবর্তন হয়ে ‘মানিকগঞ্জ মেডিকেল কলেজ’ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুরের নাম পরিবর্তন হয়ে ‘ফরিদপুর মেডিকেল কলেজ’।
১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন/
গত ১৩ ফেব্রুয়ারি শেখ মুজিব ও শেখ হাসিনার সদস্যদের নামে থাকা দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এসব বিশ্ববিদ্যালয়ের অধিকাংশের নামকরণ করা হয়েছে সংশ্লিষ্ট জেলার নামে, যেমন নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নতুন নাম ‘নেত্রকোনা বিশ্ববিদ্যালয়’ এবং কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নতুন নাম ‘কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়’।
বিএসএমএমইউসহ ৩টি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন/
গত ১৫ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে অধ্যাদেশ জারি করা হয়। বিএসএমএমইউর নাম হয়েছে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’, খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম ‘খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ এবং সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’ রাখা হয়েছে।
৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন/
গত ২৯ মে দেশের ৩৭ জেলার ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়। যদিও গাজীপুরের কাপাসিয়ায় অবস্থিত সরকারি শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদ হওয়ায় পরে অন্তর্র্বতী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন যে, এর নাম পরিবর্তন হচ্ছে না।
১৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদল/
গত ১৩ এপ্রিল ১৫টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং একটি ইঞ্জিনিয়ারিং কলেজের নাম থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য, আওয়ামী লীগ নেতা ও তাদের স্বজনদের নাম বাদ দেওয়া হয়েছে।
২১টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের নাম বাদ/
গত ২৪ এপ্রিল ১৬টি স্কুল, ৩টি স্কুল অ্যান্ড কলেজ ও ২টি কলেজসহ মোট ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়।
পাঁচ দফায় ৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদল/
গত ১০ মাসে পাঁচ দফায় ৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে অন্তর্র্বতী সরকার। সর্বশেষ গত ১৮ মে ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়।
এই পদক্ষেপগুলো অন্তর্র্বতী সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে জাতীয় প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণে পরিবর্তন আনার বৃহত্তর নীতির অংশ।
Leave a Reply