July 31, 2025, 4:48 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী স্টেশনে স্থানীয়দের ডাকা আড়াই ঘণ্টার অবরোধ প্রত্যাহারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ট্রেন চলাচল শুরু হলেও চারটি আন্তঃনগর ট্রেন—সাগরদাঁড়ী এক্সপ্রেস, ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেসের সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটে।
অবরোধ চলাকালে মধুমতি এক্সপ্রেস শরদাহ রোড, বনলতা এক্সপ্রেস হরিয়ান এবং সিল্কসিটি ও মহানন্দা এক্সপ্রেস রাজশাহী রেলস্টেশনে থেমে পড়ে। এ ছাড়া পশ্চিমাঞ্চল রেলওয়ের অধীন রাজশাহী থেকে ছেড়ে যাওয়া আরও চারটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে থাকে।
অবরোধকারীরা নন্দনগাছী স্টেশনে সিল্কসিটি, সাগরদাঁড়ী, বরেন্দ্র ও ঢালার চর এক্সপ্রেস ট্রেনের নিয়মিত যাত্রাবিরতি এবং প্রায় শতবর্ষী এই স্টেশনের সংস্কারের দাবি জানান। সকাল ৭টায় বিক্ষোভকারীরা রেললাইনের দুই পাশে লাল পতাকা টানিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। পরে সকাল ৯টা ৩০ মিনিটে তারা অবরোধ প্রত্যাহার করেন।
এই অবরোধের কারণে ঈদের ছুটি শেষে ঢাকা ও অন্যান্য গন্তব্যে ফেরা যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
ঘটনাস্থলে গিয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং ট্রেন চলাচল পুনরায় শুরু করতে সহায়তা করেন।
তিনি সাংবাদিকদের বলেন, “এই বিষয়ে আমরা রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবো। ট্রেনে অনেক রোগী ও নারী যাত্রী ছিলেন, যারা গরমে কষ্ট পাচ্ছিলেন। তাই অবরোধ প্রত্যাহার করা হয়েছে।”
বাঘা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মি আখতারও ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, বিক্ষোভকারীদের দাবিগুলো শোনার পর তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম ডেইলি সানকে বলেন, “নন্দনগাছী স্টেশনের কাছে সাধারণ মানুষ ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিদ্ধান্ত আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, অবরোধের কারণে ট্রেনের সময়সূচি বিঘ্নিত হওয়ায় তা পুনরায় নির্ধারণ করা হচ্ছে।
সূত্র জানায়, এর আগেও গত ১ মে একই দাবিতে চারঘাট, বাঘা ও পুঠিয়া উপজেলার লোকজন বরেন্দ্র এক্সপ্রেস ও একটি লোকাল মেইল ট্রেন থামিয়ে বিক্ষোভ করে। তখনও প্রায় চার ঘণ্টা সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে রেল কর্তৃপক্ষ ১ জুনের মধ্যে দাবিগুলো ধাপে ধাপে মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন।
Leave a Reply