January 13, 2026, 8:10 pm

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া পৌর বিএনপি’র নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন একে বিশ্বাস বাবু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কামাল উদ্দিন। একে বিশ্বাস বাবু ৬১১টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ও কামাল উদ্দিন ৭৪১টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। শুক্রবার বিকেল থেকে শুরু হয় ভোট। এর আগে পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। মোট ভোট সংখ্যা ১৪৯১, ভোট প্রদান করা হয়েছে ১৩৬২টি। ভোট বাতিল হয়েছে ১১টি।