September 27, 2025, 4:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে র‌্যাবের ২৮১ টহল দল মোতায়েন ভারত চাল রফতানিতে নতুন নিয়ম জারি করেছে, বাংলাদেশের আমদানিতে প্রভাব কুষ্টিয়ায় হত্যাকাণ্ড/ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা কুষ্টিয়ার দৈৗলতপুরে গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ৩ নির্বাচনে আ. লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান মির্জা ফখরুল নিঃশর্ত ক্ষমা চাইতে মুফতি আমির হামজাকে আইনি নোটিশ প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও নৃত্যের শিক্ষক নিয়োগ নিয়ে নাগরিকদের আহ্বান দুর্গাপূজা/ ভারতে ৫০০ কেজি চিনিগুঁড়া চাল উপহার পাঠলো পররাষ্ট্র মন্ত্রণালয় চুয়াডাঙ্গায় ধর্ষণের অপরাধে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ছয় মাসে ব্যাংক খাতে চাকরি হারালেন ৯৭৮ জন

মতিউর রহমান লাল্টু তার কর্মের যোগ্য স্বীকৃতি অর্জন করেছেন/সংবর্ধনা সভায় বক্তারা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
একজন মতিউর রহমান লাল্টু তার স্বীয় কর্মদক্ষতা, যোগ্যতাবলেই বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এটি তার দীর্ঘ শ্রম-নিষ্ঠা ও ত্যাগের অর্জন। এই অর্জন তাকে গর্বিত কররেও কুষ্টিয়ার মানুষ তাকে আরো উচ্চতম জায়গায় দেখতে চায় এবং সেটা একদিন হবেও।
এমনটিই বলেছেন তার একটি সংবর্ধনা সভায় বক্তারা।
বৃহস্পতিবার কুষ্টিয়া পৌরসভা ম.আ রহিম মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখা ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। মতিউর রহমান লাল্টু একই সাথে কুষ্টিয়া বঙ্গবন্দু পরিষদেরও সভাপতি।
শুরুতে তাকে ফুলের তোড়া ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়। সংবর্ধনা উদযাপন কমিটির আহবায়ক, বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক, গবেষক ড.আমানুর আমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.মাহবুবুর রহমান।
বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুর রহমান বাবুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড.আলমগীর হোসেন ভুইয়া, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইবি বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. জাহাংগীর হোসেন, ইবি বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক প্রফেসর ড.মাহবুবুল আরফিন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক খোন্দকার ইকবাল মাহমুদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.বাকী বিল্লাহ বিকুল, ড. মোস্তফা জামান হ্যাপী, ইবি কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মতিউর রহমান লাল্টু দীর্ঘ সময় বঙ্গবন্ধু পরিষদের কুষ্টিয়ার দায়িত্বে থেকে নেতৃত্ব দিতে গিয়ে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। কারাবরণ, জীবনের ঝুঁকি ছাড়াও অনেক চড়াই-উৎরাই, ঘাত-প্রতিঘাত পেরিয়েছেন তিনি। তার সফল নেতৃত্ব ও সংগঠনে ব্যাপক অবদানের কারণেই তিনি কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বক্তারা বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এসএ মালেকের সুস্বাস্থ্য কামনা করেন।
বক্তারা আরো বলেন, শুধু বাংলাদেশে নয় পৃথিবী জুড়ে বঙ্গবন্ধু পরিষদে পরিচিত মুখ মতিউর রহমান লাল্টু। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষথেকে মতিউর রহমান লাল্টু ও তার স্ত্রী নিলুফার রহমান এ্যানীকে ফুলের তোড়া ও ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
যে সকল সংগঠন থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয় সেগুলো হলো ইসলামী বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ, কুষ্টিয়া জেলা বঙ্গব›ন্ধু পরিষদ, সম্মিলিত সামাজিক জোট, ওয়ান বাংলাদেশ ও  কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net