September 27, 2025, 6:46 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে র‌্যাবের ২৮১ টহল দল মোতায়েন ভারত চাল রফতানিতে নতুন নিয়ম জারি করেছে, বাংলাদেশের আমদানিতে প্রভাব কুষ্টিয়ায় হত্যাকাণ্ড/ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা কুষ্টিয়ার দৈৗলতপুরে গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ৩ নির্বাচনে আ. লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান মির্জা ফখরুল নিঃশর্ত ক্ষমা চাইতে মুফতি আমির হামজাকে আইনি নোটিশ প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও নৃত্যের শিক্ষক নিয়োগ নিয়ে নাগরিকদের আহ্বান দুর্গাপূজা/ ভারতে ৫০০ কেজি চিনিগুঁড়া চাল উপহার পাঠলো পররাষ্ট্র মন্ত্রণালয় চুয়াডাঙ্গায় ধর্ষণের অপরাধে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ছয় মাসে ব্যাংক খাতে চাকরি হারালেন ৯৭৮ জন

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় তিন মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন তিন জন।
আজ সোমবার বেলা ১১ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা ঈদগাপাড়ার আকুব্বর হোসেনের ছেলে মারুফ হোসেন (১৭) ও একই গ্রামের শরীফ হোসেনের ছেলে সজিব হোসেন (১৭)। তারা দুজনেই নতিডাঙ্গা সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল। তারা দুইজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার আঠারোখাদা গ্রামের বিজয়ের ছেলে তপন (২৪), একই উপজেলার জেহালা গ্রামের মৃত ঠান্ডু রহমানের ছেলে আলমসাধু চালক আজিম উদ্দিন (৫২) ও সদর উপজেলার কুকিয়া চাদপুর গ্রামের কোরবান আলীর ছেলে শাহিন আলী (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি মোড়ে তিন মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষ হয়। পরে মোটরসাইকেলগুলো দাঁড়িয়ে থাকা একটি আলমসাধুকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও আলমসাধুর যাত্রীসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিলে মারা যায় মোটরসাইকেল চালক সজীব। তার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার বন্ধু মারুফ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা যান সজীব। কিছুক্ষণ পর মারুফের মৃত্যু হয়। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। তবে, আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান এই চিকিৎসক।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net