November 21, 2024, 10:48 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, কুষ্টিয়ার ইফতার ও দোয়া মাহফিল বৃহস্পতিবার স্থানীয় খেয়া রেস্তোঁরায় অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক ড. আমানুর আমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া বারের সাবেক সাধারন সম্পাদক ও এসোসিয়েশনের সাধারন সম্পাদক এ্যাডভোকেট দেওয়ান মাসুদ করিম মিঠু।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিশ^বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। শতাধিক সাবেক শিক্ষাথীদের স্বতস্ফুর্ত উপস্থিতি একটি মিলন মেলায় পরিণত হয়। তারা জেলায় ও জেলার বাইরে বিভিন্ন সরকারী, বেসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
সংক্ষিপ্ত মুক্ত আলোচনায় অংশ নিয়ে তারা বলেন এই জেলার মানুষ হিসেবে তারা ইসলামী বিশ^বিদ্যালয়ে বিভিন্ন বিভাগে অধ্যয়ন করেছেন। তারা সবাইকে নিয়ে একটি বৃহৎ আ্যলামনাই প্রতিষ্ঠা করতে চান। যা শিক্ষার্থীদের বিভিন্নভাবে কাজে আসবে।
এই এসোসিয়েশনের উদ্যোক্তা ও সভাপতি ড. আমানুর আমান বলেন, কুষ্টিয়ার প্রায় ৪ হাজারেরও বেশী শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। তারা কেউ কুষ্টিয়াতে, কেউ কুষ্টিয়ার বাইরে কর্মক্ষেত্রে রয়েছেন। তিনি বৃহৎ পরিকল্পনায় এই এসোসিয়েশন সবাইকে একটি প্লাটফরমে নিয়ে আসতে চায়। ডাটাবেজ তৈরি করে করে, সবাইকে সবার সাথে যুক্ত করার পরিকল্পনা নিয়ে তারা এগুচ্ছেন বলে তিান জানান।
সভায় ঈদের পর উপজেলাগুলোতে সাংগঠনিক সফর, পুনর্মিলনী এবং সদস্য সংগ্রহের সিদ্ধান্ত হয়।
Leave a Reply