December 23, 2025, 1:08 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা, টানা দুই দিন সূর্যের দেখা নেই ভোমরা স্থলবন্দরে আমদানি কমের মধ্যেও রপ্তানি ও রাজস্ব বৃদ্ধি লাখো মানুষের শ্রদ্ধায় শেষ বিদায়/ চিরনিদ্রায় শহীদ ওসমান হাদি কুষ্টিয়া নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড, তদন্তে প্রশাসন শোকবার্তায় জামায়াত /আওয়ামী লীগের প্রতিবিপ্লবের অপচেষ্টা রুখে দেওয়ার কারিগর ছিলেন হাদি’ মব সন্ত্রাসে জাতি বিভক্ত, দায় সরকারের: মির্জা ফখরুল সহিংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে সতর্ক থাকার আহ্বান সরকারের জুলাই–অক্টোবরে বাণিজ্য ঘাটতি ৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে অন-ডিউটি চিকিৎসকের মোবাইল গেম খেলা/ দুদকের অভিযানে মিলল সত্যতা, আরও অভিযোগ আজ মহান বিজয় দিবস/বাংলাদেশের মুক্তিযুদ্ধ: ঐতিহাসিক প্রেক্ষাপট, সংগ্রাম ও বিজয়ের গৌরবগাথা

গোপন তৎপরতার আশঙ্কা: ১১ দিনের ‘বিশেষ সতর্কতা’ জারি করেছে পুলিশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন রিপোর্ট
রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা আওয়ামী লীগকে ঘিরে আবারও সরব হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দলটির কিছু নেতাকর্মী গোপনে একত্র হয়ে সহিংসতা বা নাশকতার চেষ্টা করতে পারে—এমন গোয়েন্দা আশঙ্কায় সারা দেশে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ।
পুলিশের বিশেষ শাখা (এসবি) বলছে, এই সময়ের মধ্যে অনলাইন ও অফলাইনে সমন্বিত প্রচারণা চালিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হতে পারে। বিশেষ করে সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর এবং বিশৃঙ্খলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সোমবার (২৮ জুলাই) এসবি একটি নিরাপত্তা বার্তা পাঠিয়েছে দেশের সব জেলা পুলিশ সুপার, ডিএমপি কমিশনার, সিটি এসবি, বিভাগীয় উপ-পুলিশ কমিশনের এবং চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপারদের কাছে।
চিঠিতে বলা হয়েছে, ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে সরকারবিরোধী রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো চলতি মাসের শুরু থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করছে। ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কালকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।’
এসব তথ্যে বলা হয়েছে, বিতর্কিত ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো এ সময়ে উসকানিমূলক প্রচারণার মাধ্যমে অনলাইন ও অফলাইনে অস্থিরতা সৃষ্টি করতে পারে। এমনকি ফ্যাসিবাদবিরোধী শান্তিপূর্ণ কর্মসূচিতেও ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়ার মতো অপচেষ্টারও শঙ্কা রয়েছে।
এমন প্রেক্ষাপটে দেশের প্রতিটি থানাকে তাদের আওতাধীন এলাকায় রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি এবং সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়জুড়ে চালানো হবে বিশেষ অভিযান। এর আওতায় মোটরসাইকেল, মাইক্রোবাসসহ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি, বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট ও বিমানবন্দর এলাকায় কড়া নজরদারি এবং মোবাইল পেট্রলিং বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন, সাইবার গোয়েন্দা তৎপরতা জোরদার এবং ডিজিটাল মাধ্যমে চালানো উসকানিমূলক প্রচারণা শনাক্ত করতে বিশেষ নজরদারির কথাও বলা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্রসংগঠনের নেতাকর্মী সরাসরি মাঠে সক্রিয় না থাকলেও ‘ভার্চুয়াল স্কোয়াড’ গড়ে তুলেছে। তারা ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলেও দাবি গোয়েন্দাদের।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net