September 27, 2025, 12:50 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজধানীর নিউ মার্কেট এলাকায় বিশেষ অভিযানে ১,১০০টি সামুরাই ছুরিসহ বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (৯ আগস্ট) রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় এ অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত দুই দিনে পরিচালিত এ অভিযানে বিভিন্ন দোকান থেকে উদ্ধারকৃত অস্ত্রগুলো মূলত সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল। এসব অস্ত্র দিয়ে গত কয়েক মাসে একাধিক হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও আহতের ঘটনা ঘটেছে।
উদ্ধারকৃত সব অস্ত্র গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং ব্যবসায়ীদের সঙ্গে অপরাধীদের কোনো যোগসাজশ আছে কি না, তা খতিয়ে দেখা হবে।
সেনাবাহিনী ব্যবসায়ীদের সতর্ক করে বলেছে—এ ধরনের ধারালো অস্ত্র বিক্রি থেকে বিরত থাকতে হবে, কারণ এগুলো সন্ত্রাসীদের হাতে পৌঁছে সাধারণ মানুষের জীবননাশ ডেকে আনছে। একই সঙ্গে সাধারণ জনগণকে অনুরোধ জানানো হয়েছে কিশোর গ্যাং ও অবৈধ অস্ত্র ব্যবসা রোধে সহযোগিতা করতে এবং কোনো অবৈধ অস্ত্র দেখলে নিকটস্থ আর্মি ক্যাম্পে তথ্য দিতে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় তারা দৃঢ় অবস্থানে রয়েছে এবং দুষ্কৃতিকারীরা যাতে কোনোভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য দিন-রাত কাজ করছে।