December 31, 2025, 9:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চলতি বছরে মব সন্ত্রাসে নিহত ১৯৭ জন, মানবাধিকার পরিস্থিতি গভীর উদ্বেগজনক: আইন ও সালিশ কেন্দ্র রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন কুষ্টিয়ায় শ্বশুরবাড়ির উঠান থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার ভারতের শোকবার্তা পৌঁছাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় রাজশাহীতে ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া, জিয়ার কবরের পাশেই দাফনের পরিকল্পনা কুষ্টিয়ার ৪টি আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন দাখিল, কুষ্টিয়া–৪’এ বিএনপির দুই বিদ্রোহী এনসিপির সব কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় ঘোষণা নুসরাত তাবাসসুমের সাতক্ষীরায় ভারত থেকে আমদানি ৮ হাজার ৬২২ টন, কমেনি মাষকলাই ডালের দাম ঘন কুয়াশায় সারাদেশে নৌযান চলাচল বন্ধ

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সৈয়দ ফাতেমী আহমেদ রুমির কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবসরপ্রাপ্ত শতাধিক সামরিক কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর মোট ১০১ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনা করেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।
বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান সাবেক এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সৈয়দ ফাতেমী আহমেদ রুমির কাছে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন,
‘স্ক্রিনে আমি একজনকে খুঁজছি… এটা একটু ব্যক্তিগত ব্যাপার হলেও বলতে চাই। আম্মার সময় উনি ডিজি এসএসএফ ছিলেন—রুমি সাহেব। আপনি উপস্থিত আছেন তো?’
জবাবে রুমি বলেন, ‘জি, আছি।’
এরপর তারেক রহমান বলেন,
‘রুমি সাহেব, নিশ্চয়ই আপনার মনে আছে—একবার পুরান ঢাকা থেকে আমিনবাজার পর্যন্ত একটি মিছিল হয়েছিল, আমি পুরোটা হেঁটে এসেছিলাম। আম্মাও তখন ছিলেন। ভিড়–হট্টগোলে আপনি আমাকে কিছু বলেছিলেন। আমি সে দিন আপনার সঙ্গে একটু রূঢ় ব্যবহার করেছিলাম। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেক দিন ধরে আপনাকে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আজ সুযোগ পেয়েছি, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। আই অ্যাম রিয়েলি সরি।’
জবাবে মেজর জেনারেল (অব.) রুমি বলেন,
‘আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আপনি যা বলেছেন—থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইল রিমেম্বার ইট।’
সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসান, কর্নেল (অব.) হারুনুর রশিদ, কর্নেল (অব.) জগলুল, কর্নেল (অব.) হান্নান মৃধা, লেফটেন্যান্ট কর্নেল (অব.) শামসুজ্জোহা, লেফটেন্যান্ট কর্নেল (অব.) জয়নাল আবেদীন, মেজর (অব.) রেজা করিম, মেজর (অব.) সামসুজ্জোহা, মেজর (অব.) জামাল হায়দার, মেজর (অব.) আজিজুল হক, মেজর (অব.) গোলাম মান্নান চৌধুরী, এয়ার কমোডর (অব.) শফিক আহমেদ, রিয়ার অ্যাডমিরাল (অব.) মোস্তাফিজ, লেফটেন্যান্ট (অব.) ইমরান কাজল ও ক্যাপ্টেন (অব.) রেজাউর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net