December 22, 2025, 3:21 pm

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় সরকার দ্ব্যর্থহীন নিন্দা জানিয়েছে। একই সঙ্গে সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ এবং সর্বোচ্চ সতর্ক থাকার জন্য দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সব নাগরিককে আহ্বান জানানো হচ্ছে—কয়েকটি বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ ও জানমাল ধ্বংসের বিরুদ্ধে দৃঢ়ভাবে সতর্ক থাকতে হবে। এ ধরনের সকল অপরাধমূলক কর্মকাণ্ড সরকার কঠোরভাবে এবং দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা জানায়।
এতে আরও উল্লেখ করা হয়, দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। যারা বিশৃঙ্খলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এবং শান্তির পথ উপেক্ষা করে, এমন স্বল্পসংখ্যক ব্যক্তির কারণে এই অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না।
বিবৃতিতে বলা হয়, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়; বরং এগুলো একটি গভীর জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার সেই স্বপ্নের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত, যার জন্য শহীদ শরিফ ওসমান হাদি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীল আচরণ এবং ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যানের অঙ্গীকার অপরিহার্য।
এ ছাড়া দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজ–এর সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ওপর সংঘটিত সন্ত্রাস ও সহিংসতার ঘটনায় সরকার গভীরভাবে দুঃখ প্রকাশ করছে। সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্য ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর হামলা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
বিবৃতিতে আরও জানানো হয়, ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় সরকার গভীরভাবে নিন্দা জানায়। নতুন বাংলাদেশে এ ধরনের সাম্প্রদায়িক ও নৃশংস সহিংসতার কোনো স্থান নেই। এই ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
শেষে দেশের প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, এই সংকটময় সময়ে সহিংসতা, উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমেই শহীদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সম্ভব।