December 22, 2025, 4:34 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা, টানা দুই দিন সূর্যের দেখা নেই ভোমরা স্থলবন্দরে আমদানি কমের মধ্যেও রপ্তানি ও রাজস্ব বৃদ্ধি লাখো মানুষের শ্রদ্ধায় শেষ বিদায়/ চিরনিদ্রায় শহীদ ওসমান হাদি কুষ্টিয়া নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড, তদন্তে প্রশাসন শোকবার্তায় জামায়াত /আওয়ামী লীগের প্রতিবিপ্লবের অপচেষ্টা রুখে দেওয়ার কারিগর ছিলেন হাদি’ মব সন্ত্রাসে জাতি বিভক্ত, দায় সরকারের: মির্জা ফখরুল সহিংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে সতর্ক থাকার আহ্বান সরকারের জুলাই–অক্টোবরে বাণিজ্য ঘাটতি ৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে অন-ডিউটি চিকিৎসকের মোবাইল গেম খেলা/ দুদকের অভিযানে মিলল সত্যতা, আরও অভিযোগ আজ মহান বিজয় দিবস/বাংলাদেশের মুক্তিযুদ্ধ: ঐতিহাসিক প্রেক্ষাপট, সংগ্রাম ও বিজয়ের গৌরবগাথা

সহিংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে সতর্ক থাকার আহ্বান সরকারের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় সরকার দ্ব্যর্থহীন নিন্দা জানিয়েছে। একই সঙ্গে সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ এবং সর্বোচ্চ সতর্ক থাকার জন্য দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সব নাগরিককে আহ্বান জানানো হচ্ছে—কয়েকটি বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ ও জানমাল ধ্বংসের বিরুদ্ধে দৃঢ়ভাবে সতর্ক থাকতে হবে। এ ধরনের সকল অপরাধমূলক কর্মকাণ্ড সরকার কঠোরভাবে এবং দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা জানায়।
এতে আরও উল্লেখ করা হয়, দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। যারা বিশৃঙ্খলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এবং শান্তির পথ উপেক্ষা করে, এমন স্বল্পসংখ্যক ব্যক্তির কারণে এই অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না।
বিবৃতিতে বলা হয়, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়; বরং এগুলো একটি গভীর জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার সেই স্বপ্নের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত, যার জন্য শহীদ শরিফ ওসমান হাদি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীল আচরণ এবং ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যানের অঙ্গীকার অপরিহার্য।
এ ছাড়া দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজ–এর সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ওপর সংঘটিত সন্ত্রাস ও সহিংসতার ঘটনায় সরকার গভীরভাবে দুঃখ প্রকাশ করছে। সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্য ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর হামলা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
বিবৃতিতে আরও জানানো হয়, ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় সরকার গভীরভাবে নিন্দা জানায়। নতুন বাংলাদেশে এ ধরনের সাম্প্রদায়িক ও নৃশংস সহিংসতার কোনো স্থান নেই। এই ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
শেষে দেশের প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, এই সংকটময় সময়ে সহিংসতা, উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমেই শহীদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net