December 31, 2025, 9:09 pm

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর টহল ও নিরাপত্তা ব্যবস্থার কারণে সে চেষ্টা ব্যর্থ হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ওই ব্যক্তিদের ভারতীয় নাগরিক হিসেবে নিশ্চিত হয়ে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সীমান্ত এলাকার আশ্রয়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ পুশইনের চেষ্টা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ভারতের উড়িষ্যা প্রদেশের জগতসিংপুর জেলার জগতসিংপুর থানাধীন তারিকুন্ড গ্রামের ১৪ জন বাসিন্দাকে বিএসএফ বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দেন।
পুশইনের শিকার ব্যক্তিরা হলেন— মৃত হারুন শেখের ছেলে শেখ জব্বার (৭০); তার চার ছেলে শেখ হাকিম (৪৫), শেখ ওকিল (৪০), শেখ রাজা (৩০) ও শেখ বান্টি (২৮); শেখ ওকিলের স্ত্রী শাবেরা বিবি (৩০); শেখ হাকিমের স্ত্রী শমশেরি বিবি (৪০); শেখ রাজার স্ত্রী মাইনু বিবি (২৫); শেখ জব্বারের স্ত্রী আলকনি বিবি (৬০); মৃত শেখ হোসেনের স্ত্রী গুলশান বিবি (৯০); শেখ ওকিলের মেয়ে শাকিলা খাতুন (১১); এবং শেখ রাজার সন্তান নাছরিন আক্তার (১২), শেখ তাওহিদ (১১) ও আড়াই বছর বয়সী শেখ রহিত।
ঘটনার পরিপ্রেক্ষিতে বিএসএফের আহ্বানে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন মহিষকুন্ডি বিওপির সুবেদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে ৬ সদস্যের বিজিবি প্রতিনিধি দল এবং ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নিউ উদয় কোম্পানির কমান্ডার এসি অনিল কুমারের নেতৃত্বে ৬ সদস্যের বিএসএফ প্রতিনিধি দল অংশ নেন।
দুপুর ১টা ৪০ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত আশ্রয়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত মেইন পিলার ১৫৪/০৭ এস-এর নিকটবর্তী ভারতের অভ্যন্তরে অবস্থিত চাইডোবা মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বিজিবি কোম্পানি কমান্ডার বাংলাদেশে ভারতীয় নাগরিক পুশইনের ঘটনায় জোরালো প্রতিবাদ জানান এবং দ্রুত তাদের ফেরত নেওয়ার দাবি জানান। পরে শূন্য লাইনে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও ঠিকানা যাচাই করে তাদের ভারতীয় নাগরিক হিসেবে নিশ্চিত হওয়া গেলে বিএসএফ তাদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হলে বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে বাধা দেয়। পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করে তাদের ফেরত পাঠানো হয়।
বিজিবি সূত্র জানায়, উভয় পক্ষের সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠকের সমাপ্তি ঘটে।