January 3, 2025, 2:59 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র এক সক্রিয় সদস্য তারিক হোসেনকে (২৭) আটক করেছে ঝিনাইদহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে সদরের বসন্তপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তারিক হোসেন মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে।
র্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার কামাল উদ্দিন জানান, ২০১৯ সালের ২৯ নভেম্বর চুয়াডাঙ্গা সদর থানার জঙ্গি মামলার অন্যতম পলাতক আসামি তারিক হোসেন বসন্তপুর এলাকায় অবস্থান করছেন এমন খবরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ‘আল্লাহর দলের’ মেহেরপুর সদর থানার ‘সহ থানা নির্বাহী’ হিসেবে দায়িত্ব পালন করতেন। সকালে চুয়াডাঙ্গা আদালতে তাকে সোপর্দ করা হয়।
Leave a Reply