December 27, 2024, 6:34 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনার দ্বিতীয় ঢেও থাবা মেলতে শুরু করার সাথে সাথেই প্রভাব কুষ্টিয়ায়। বিগত কয়েকদিন অল্প সনাক্ত দিয়ে শুরু হলেও গত ২৪ ঘন্টায় চিত্র ভিন্ন এলো। মনে করা হচ্ছে কুষ্টিয়ায় ছোবল দিয়েছে করোনা। ২৪ ঘন্টায় জেলায় ১৭ আক্রান্ত সনাক্ত হয়েছে। যার মধ্যে ১৬ জনই কুষ্টিয়া সদরে।
এদিকে আবারো সর্তক হবার আহবান জানিয়েছেন জেলার স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। তারা বলছেন করোনাকে প্রতিরোধ করেই সবাইকে বেঁচে থাকতে হবে। তৎপর রয়েছে জেলা সিভিল প্রশাসনসহ বিভিন্ন সংশ্লিষ্ট কতৃপক্ষ।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২২ নভেম্বর ২১৩টি নমুনার (কুষ্টিয়া ১৪৭, চুয়াডাঙ্গা ২৯, ঝিনাইদহ ২৬ ও মেহেরপুর ১১) পরীক্ষা হয়। কুষ্টিয়া জেলায় ১৭ জন সনাক্ত হয়। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ১৬ জন ও কুমারখালী উপজেলার ১ জন।
অন্যদিকে চুয়াডাঙ্গা জেলায় ৩ জন, ঝিনাইদহে ১ জন ও মেহেরপুর জেলায় ২ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১৬ জনের ঠিকানাঃ থানা পাড়া ৬ জন, চৌড়হাস ১ জন, ঝাউদিয়া ১ জন, কেজিএইচ ৪ জন, উপজেলা রোড ১ জন, ডাঃ তফাজ্জল ক্লিনিক ১ জন, আমিন ডায়াগনস্টিক ১ জন ও কালিশংকরপুর ১ জন।
কুমারখালীতে ১ জনের ছেউড়িয়া মন্ডল পাড়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৪২ জন। সুস্থ হয়েছেন মোট ৩৩৮৩ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮০ জন।
এদিকে উদ্বিগ্ন হয়ে উঠছেন জেলার স্বাস্থ্য প্রশাসন। অনেকেই মনে করছেন মাত্রা আরো তীব্র হয়ে উঠতে পারে। তারা সচেতন হবার আহবান জানিয়েছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান পুরো জেলা জুড়েই প্রচুর পরিমাণ করোনা রোগী রয়েছেন। কিন্তু কার মধ্যে কি পরিমাণ তীব্রতা নিয়ে করোনা বসবাস করছে কেউ জানেনা। কিন্তু অবাধে চলাফেরা করছে সবাই। তিনি সবাইকে শারীরিক দুরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেন।
বিশিষ্ট স্বাস্থ্য বিশেষজ্ঞ কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপ্যাল ডা: এসএম মুস্তানজিদ সবাইকে নিয়ম মেনে শারীরিক দুরত্ব বজায় রেখে মাস্ক পরিধানের আহবান জানিয়েছেন। তিনি বলেন যেহেতু জেলায় স্বাস্ব্যসেবার সুযোগ কম এখানে করোনা ছড়িয়ে পড়লে সবার জন্যই চরম মুশকিল হবে পরিস্থিতি।
কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন জানান জেলা প্রশাসন নানাভাবে কাজ করে চলেছে। একাধিক মোবাইল কোর্ট মাঠে মাঠে কাজ করছে। তিনি জানান জনগনের মধ্যে করোনা প্রতিরোধের নিয়ম মানাতে তাদেরকে জরিমানা পর্যন্ত করা হচ্ছে।
জেলা প্রশাসক বলেন প্রত্যেকেই যদি নিয়ম মেনে চলে তবে করোনা দুরে থাকবে।
Leave a Reply