November 8, 2024, 1:01 am
নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়া আলামপুর দাসপাড়ায় চাঞ্চল্যকর ৩মাসের শিশু মুক্তা রানী দাস হত্যা মামলায় তার চাচী ২ সন্তানের জননী শাপলা রানী দাসকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আজ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে আসামী শাপলার উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এই রায়ের আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামী শাপলা রানী কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর দাশ পাড়ার বিশু কুমার দাসের স্ত্রী এবং নিহত শিশু মুক্তার চাচাতো চাচী।
আদালত ও মামলার এজাহার সুত্রে জানাযায়, ২০১৯ সালের ২২ জানুয়ারী মুক্তার মা আল্লাদী দাস মুক্তাকে ঘুম পাড়িয়ে তার ভাইয়ে বাড়ীতে গেলে মুক্তার চাচাতো চাচী শাপলা মুক্তাকে তুলে নিয়ে যায় এবং সন্ধ্যার দিকে তাকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ীর পিছনে টিউবওয়েলের পাশে ফেলে রাখে। পরে মুক্তার বাবা মা মুক্তাকে খুঁজে না পেয়ে পুলিশকে খবর দেয়, পুলিশ এসে বাড়ির পেছন থেকে মুক্তার মহদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন।
এই ঘটনায় মুক্তার দাদা সুনিল কুমার দাস বাদী হয়ে ২০১৯ সালের ২৩ জানুয়ারী কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা এসআই রাব্বানী সন্দেহভাজন হিসেবে শাপলা রানীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে শাপলা রানী হত্যা দায় স্বীকার করে জবানবন্দি দিলে শাপলা খাতুনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দেন মামলা তদন্তকারী কর্মকর্তা ।
পরে দীর্ঘ শুনানী শেষে শাপলার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় আজ বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন। তবে আসামী শাপলা রানী ছোট ছোট দুটি সন্তান থাকায় বিশেষ বিবেচনায় তাকে মৃত্যুদন্ড এর পরিবর্তে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত।
Leave a Reply