May 9, 2025, 10:48 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলা প্রশাসনের সহয়তায় সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার উদ্যোগে থানাপাড়ায় প্রায় শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ উপহার প্রদান করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসনের এনডিসি মুসাব্বিরুল ইসলাম, সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার চেয়ারম্যান, দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক, দি ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক ইসলামী বিশ^বিদ্যালয়ের, বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান, জোটের সিনিয়র সংগঠক ও মানুষ মানুষের জন্য সংগঠনের সভাপতি শাহাবউদ্দিন মিলন, এনডিএফবিডির কো চেয়ারম্যান এস. এম শামীম রানা, কালপুরুষের সদস্য সচিব শিমুল বিশ্বাস এবং জোটের সমন্বয়ক ও উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাইমিনুর রহমান পলল।
উল্লেখ্য যে ২৫ শে মার্চ সরকার জরুরী অবস্থা ঘোষণার পর থেকেই সম্মিলিত সামাজিক জোট বিগত ২ মাস ধরে জেলা প্রশাসনের সাথে জীবনের ঝুঁকি নিয়ে করোনা মোকাবেলায় বিশেষভাবে ভূমিকা পালন করছে জেলার ৩০ টি সামাজিক সংগঠন এর সমন্বয়ে প্রায় দুই শতাধিক তরুণ স্বেচ্ছাসেবী সমাজকর্মীর মাধ্যমে।
Leave a Reply