January 17, 2026, 2:48 pm

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় করোনা প্রতিরোধে ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসক আসলাম হোসেনের নির্দেশনায় একাধিক মোবাইল কোর্ট জেলাব্যাপী কাজ করে চলেছে। তারই অংশ হিসেবে কুষ্টিয়ায় চলমান করোনা পরিস্থিতিতে নির্দেশিত আইন আমান্যকারীদের বিরুদ্ধে বুধবার শহরের চৌড়হাস, জগতি, লাহিণী বটতলা, হাউজিং এলাকায় ভ্রাম্যমান আদালতে ১৬ টি মামলা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. বি. এম. আরিফুল ইসলাম।
এসব মামলায় ৩২,১০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ মোবাইল কোর্টকে সহযোগিতা করে।