December 27, 2024, 1:20 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ভেড়ামারা/
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়ায় হিসনা নদীতে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনা আজ (শনিবার, জুন ২৭) সকালের।
এরা হলো মুরসালিন, ৬ ও আবরার, ৫। এরা সম্পর্কে আপন চাচাতো ভাই।
মুরসালিনের পিতা জিল্লুর রহমান জানান মুরসালিন ও আবরার বাড়ির সবার অগোচরে বেলা ১০-১১টার মধ্যে বাড়ি তেকে বের হয়ে যায়। তারা গ্রামেরই হিসনা নদীর উপর বৃজের উপর চলে যায়। সেখান থেকেই তারা কোন কারনে নদীতে নামতে পাড়ে অথবা পড়ে গিয়ে থাকতে পারে।
তাদেরকে বাড়িতে বা বাড়ির আশেপাশে না পাওয়ায় আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজন গ্রামের পুকুর ও নদীতে খোঁজ আরম্ভ করে। নদীতে তেমন ¯্রােত না থাকায় খোঁজাখুঁজির এক পর্যায়ে বৃজের নীচেই তাদের মৃতদেহ পাওয়া যায় বেলা সাড়ে ১২টার দিকে।
Leave a Reply