November 15, 2024, 6:25 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে ১ জন ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু ঘটেছে। দুই জেলার স্বাস্থ্য বিভাগের সুত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।
কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের সুত্র জানায়, করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়ায় রবিবার রাতে ১ জনের মৃত্যু ঘটেছে ; উপসর্গ নিয়ে আজ সোমবার (২৯ জুন) একজনের জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে চুয়াডাঙ্গায় একজনের মৃত্যু হয়েছে আজ (২৯ জুন) সকালে। তার মধ্যে করোনার উপসর্গ ছিল।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সুত্রে জানা যায়, কুষ্টিয়া শহরের হরিশংকরপুরের হাবিবুর রহমান (৪০) শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। তিনি ঐ এলাকার মৃত হুকুম আলীর ছেলে। শনিবার সকালে হাসপাতাল কতৃপক্ষ তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে। রবিবার রাত ৮ পার দিকে হাবিবুর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কিছুক্ষন পরে পিসিআর ল্যাবের রিপোর্টে জানা যায় তিনি করোনা পজিটিভ ছিলেন।
এদিকে ২৯ জুন সকালে কুষ্টিয়া বিআরবি কেবলসের প্রধান হিসাব রক্ষক আালি আহম্মেদ লিটন গুরুত্বর অসু¯’্য হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়। লিটন চৌড়হাস এলাকার মোঃ আবুল কাশেম বাবুর পুত্র।
লিটন কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন বলে তার পরিবার জানায়।
জ¦র নিয়েই সকালে অফিসে আসেন। অফিসিয়াল ট্যুরে তার খুলনায় যাবার কথা ছিলো। তিনি যখন গাড়ীতে উঠতে যান সে সময় তার শ্বাসকষ্ট শুরু হয়। তাকে জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ ব্যাপারে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, মৃত ব্যক্তির করোনা উপসর্গ ছিলো। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে মোট ৭ জন মৃত্যু হয়েছে।
এদিকে চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বদর উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৯ জুন) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় তার মৃত্যু হয়। বদর উদ্দিন দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুর গ্রামের মৃত দিদার মন্ডলের ছেলে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামীম কবীর জানান, শরীরে ঠান্ডা ও জ্বর নিয়ে আজ সকাল ৯টায় ওই বৃদ্ধকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবারের সদস্যরা। করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডের হলুদ জোনে রাখা হয়।দুপুরে চিকিৎসাধীন অব¯’ায় মারা যান তিনি।
সিভিল সার্জন ডা. এএসএম মার“ফ হাসান জানান, মারা যাওয়া বদর উদ্দিনের শরীরে করোনার ভাইরাসের উপসর্গ ছিল। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনাটি কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হবে।
Leave a Reply