February 5, 2025, 10:45 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ১ জুলাই আরো ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টার ফলাফল এটি। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছুলো ৬৫ কে।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ০১ জুলাই মোট ১১ জেলার ৩৭৫ টি নমুনার (কুষ্টিয়া ১২৫, চুয়াডাঙ্গা ৩৬, ঝিনাইদহ ৯৪, মেহেরপুর ৫৭, নড়াইল ৫৭, ময়মনসিংহ ১, গাইবান্ধা ১, রংপুর ১, গোপালগঞ্জ ১, যশোর ১, মাগুরা ১ জন) পরীক্ষা হয়। এর মধ্যে কুষ্টিয়ায় ৩১ জন পজিটিভ পাওয়া যয়ি।
এর মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ১৯ জন, কুমারখালী উপজেলায় ১ জন, দৌলতপুর উপজেলার ৯ জন, খোকসা উপজেলায় ১ জন ও মিরপুর উপজেলায় ১ মোট ৩১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
অন্যদিকে নড়াইল জেলায় ২৩ জন, চুয়াডাঙ্গা জেলায় ৬ জন, মেহেরপুর জেলায় ৫ জন, ঝিনাইদহ জেলায় ২৮ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া মেহেরপুর জেলার ১ জন, দৌলতপুর উপজেলার ১ জন ও ভেড়ামারা উপজেলার ১ জনের মোট ৩ টি ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্তদের মধ্যে জুগিয়া ১জন, হাউজিং স্টেট ১ জন, পশ্চিম মজমপুর ২ জন, পুলিশ লাইন ১ জন, থানাপাড়া ১ জন, উত্তর আমলাপাড়া ১ জন, পূর্ব মজমপুর ২ জন, সিএসবি রোড, আমলাপাড়া ১ জন, এন এস রোড ১ জন, কাস্টমস মোড় ১ জন, চৌড়হাস ১ জন, বারখাদা ৪ জন, দহখোলা ১ জন ও কুষ্টিয়া সরকারি কলেজ ১ জন। মিরপুর উপজেলায় আক্রান্তের বাড়ি মালিহাদ।
দৌলতপুর উপজেলায় দফাদারপাড়া ৪ জন, মহেশকুন্ডি ৪ জন, আদাবাড়িয়া ১ জন, কুমারখালী উপজেলায় তারাপুর।
Leave a Reply