February 6, 2025, 1:08 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় ১৩ নতুন করোনা সনাক্ত হয়েছে। এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩০৪১ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ২৫৯১ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৬৪ জন।
কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২ সেপ্টেম্বর পরীক্ষিত ২৪৪ টি নমুনার (কুষ্টিয়া ২৩৪ ও ঝিনাইদহ ১০) মধ্যে কুষ্টিয়ায় ১৩ জনকে পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে সদর উপজেলার ৩ জন, ভেড়ামারা উপজেলার ১০ জন রয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানাঃ কুমারগাড়া ১ জন, হাটশ হরিপুর ১ জন ও নতুন কোর্ট পাড়া ১ জন।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ১০ জনের ঠিকানাঃ রামকৃষ্ণপুর ২ জন, গোলাপনগর ১ জন, বাহাদুরপুর ১ জন, ফারাকপুর ১ জন, দক্ষিণ ভবানিপুর ১ জন, সোনালী ব্যাংক ভেড়ামারা ১ জন, পশ্চিম বাহিরচর ১ জন, উত্তর ভবানিপুর ১ জন ও নওদা পাড়া ১ জন।
Leave a Reply