January 19, 2025, 10:33 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্যের নেতৃত্বে বিশ^বিদ্যালয়ের উর্ধতন শিক্ষক কর্মকর্তাগণ।
এ সময় উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের সাথে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবল আরফিন, সহ-সভাপতি শামসুল ইসলাম জোহা, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমান।
ভাইস চ্যান্সেলর মহোদয়ের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা সমিতি ও বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
প্রফেসর ড. শেখ আবদুস সালাম ৩০ সেপ্টেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৩তম উপচার্য হিসেবে নিয়োগ পান। ৪ অক্টোবর তিনি বিশ^বিদ্যালয় ক্যম্পাসে আসেন।
Leave a Reply