September 12, 2025, 3:35 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে ১১জন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৫ জন। মৃতের বাড়ি ভেড়ামারা উপজেলায়।
অন্যদিকে, এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৩৮৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩১৪২ জন।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬ অক্টোবর ১৫৮ টি নমুনার (কুষ্টিয়া ৬৯, চুয়াডাঙ্গা ৩৫, ঝিনাইদহ ৩৯ ও মেহেরপুর ১৫) পরীক্ষ্ হয়।
আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৭ জন, মিরপুর উপজেলার ২ জন, কুমারখালী উপজেলার ১ জন ও দৌলতপুর উপজেলার ১ জন।
অন্যদিকে, চুয়াডাঙ্গা জেলার ৮ জন ও ঝিনাইদহ জেলার ৫ জন ও মেহেরপুর জেলার ৩ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৭ জনের ঠিকানাঃ কোর্ট পাড়া ২ জন, হরিপুর ১ জন, জুগিয়া ১ জন, থানা পাড়া ১ জন, মঙ্গলবাড়িয়া ১ জন ও কর্মসংস্থান ব্যাংক কুষ্টিয়া ১ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ কেজিএইচ ১ জন ও গোবাড়িয়া ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ দুর্গাপুর ১ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ কেজিএইচ ১ জন।