December 8, 2024, 2:55 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
তোফায়েল আহমেদ স্মৃতি স্পোর্টস ক্লাব আয়োজিত ও হাটশ হরিপুর ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সহযেগিতায় আন্তঃজেলা চায়না বার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারী শুক্রবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুরের দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল ফুটবল মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় সেমি ফাইনালে অংশগ্রহণ করেন ওয়েটিং বয়েজ বনাম হেরন স্মৃতি। খেলা শুরু হওয়ার পূর্বে খেলোয়ার ও উপস্থিতিদের মাঝে মাদকের ভয়াবহতা ও ক্রীড়া বিষয়ের বিভিন্ন দিকনির্দেশনা মূলক মতামত প্রকাশ করেন বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক হাসিবুর রহমান রিজু। তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে বেশি বেশি খেলাধুলার আয়োজন করা দরকার।
খেলায় নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইবেকারে হেরন স্মৃতিকে পরাজিত করে ওয়েটিং বয়েজ। খেলাটি পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার রেফারি আকরাম হোসেন। ফাইনালে মুখোমুখি হবে মামা বয়েজ বনাম ওয়েটিং বয়েজ।
Leave a Reply