October 18, 2025, 6:00 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এইচএসসিতে ইংরেজি: দুর্বল ভিত্তি থেকে ফল বিপর্যয় জুলাই সনদের অঙ্গীকারনামায় যা উল্লেখ আছে ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসের ৩ দিনের অনুষ্ঠানের উদ্বোধন চাকসু নির্বাচন: ভিপি-জিএসসহ ২৬ পদের ২৪টিতেই ছাত্রশিবিরের জয় রাকসু নির্বাচন/ ২৩ পদের ২০টিতে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের জয় আওয়ামী আমলের প্রশাসনের বিরুদ্ধে উঠা তিন অভিযোগ নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুদক সব সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি, পরীক্ষাও স্থগিত চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পান করে ৬ জনের মৃত্যু, ৩ জন হাসপাতালে দৌলতদিয়া/ ঘন কুয়াশার কারণে বন্ধ হওয়া ঘাট ৩ ঘন্টা পর স্বাভাবিক অনলাইন জুয়া সম্রাট লিপু সহযোগীসহ সাতক্ষীরায় গ্রেপ্তার, মেহেরপুরে আনা হবে, এসপি

শৈলকুপার নাগিরাট ঘাটে একটি ব্রীজের অভাবে ৫০ গ্রামের মানুষের দূর্ভোগ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক ,শৈলকুপা(ঝিনাইদহ)/

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাগিরাট ঘাটে একটি ব্রীজের অভাবে ৫০ গ্রামের মানুষের দূর্ভোগ দেখা দিয়েছে। এক সময় নদী কেন্দ্রিক ব্যবসার বন্দর ছিল নাগিরাট বাজার।
নদীর নাব্যতা সংকট ও একটি ব্রীজের অভাবে নাগিরাট বাজার তার যৌবন হারিয়েছে। একটি ব্রীজ এলাকার জনগনের দীর্ঘদিনের দাবী। নাগিরাট বাজারে একটি ব্রীজ নির্মাণ হলে এলাকার অর্থনৈতিক উন্নয়নসহ জনগনের দূর্ভোগ কমবে বলে এলাকাবাসীর দাবী।

সরেজমিনে দেখা যায় নাগিরাট বাজারে বর্তমানে একটি খেয়া ঘাট রয়েছে, বর্ষা মৌসুমে পানিতে পরিপূর্ন হলে খেয়া ছাড়া পার হবার কোন উপায় থাকেনা।আর শুকনা মৌসুমে বাঁশের সাকো থাকে পার হবার জন্য। এই ঘাট দিয়ে স্কুল,কলেজ,বিশ^বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাসহ হাজার হাজার লোকজন পার  হচ্ছে। ইতিপূর্বে এই ঘাট দিয়ে খেয়া নৌকা পার হতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে একাধিকবার।
জনসাধারণের মালামাল নিয়ে পার হতে হিসশিম খেতে হয়। রীতিমত সাধারণ মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ঘাটটিতে ব্রীজ না থাকায় ।

উত্তরের দামুকদিয়া,মাধবপুর,দোহা নাগিরহাট,শিতালী,দলিলপুর, আওদা,কমলনগর,বগুড়া,লাঙ্গলবাঁধ,নন্দিরগাতি,ধাওড়া,ধলহরা,বড়িয়া,ছাঁইভাঙ্গা, কুশবাড়িয়া, পাইকেনপাড়া,সহ আরো বেশ কিছু গ্রাম এবং দক্ষিণের রয়েড়া,আড়–য়াকান্দি,ভান্ডারীপাড়া,বকশীপুর,শেখড়া, গোপালপুর,বাগুটিয়া,নাকোইল, ফলিয়া,রঘুনন্দনপুর, আশুরহাট,মনোহরপুর,দামুকদিয়া,নিত্যানন্দপুর,সাবাসপুর,হাটফাজিলপুরসহ প্রায় ৫০ গ্রামের লোকজন পার হয়।

ব্রীজ না থাকায় উপজেলা শহরে পন্য পরিবহন ব্যয় বেড়েছে, ১ মণ মালামাল বাজারজাত করতে পরিবহন খরচ হয় ৫০-৬০ টাকা। অথচ ব্রীজ হলে তা ২০ টাকায় বাজারজাত সম্ভব বলে মনে করে ভুক্তভোগীরা।

নাগিরাট গ্রামের নজরুল ইসলাম বলেন, কৃষি অধ্যুষিত ৪০-৫০ এলাকার লোকজন চলাফেরা করে এই ঘাট দিয়ে, তাই জরুরী হয়ে পড়েছে নাগিরাট ঘাটে একটি ব্রীজ।
মাধবপুর গ্রামের ডা: মাসুদ ও তাপস বলেন, নাগিরাট বাজারে একটি ব্রীজ এখন সময়ের দাবী।এখানে একটি ব্রীজ হলে অবহেলিত ৪০-৫০ গ্রামের মানুষ উপকৃত হবে সেইসাথে এলাকার উন্নয়ন হবে।

বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, নাগিরাট ঘাটে একটা ব্রীজ এখন সময়ের দাবী। এখানে একটি ব্রীজ হলে এলাকার মানুষের দূর্ভোগ লাঘব হবে।
তাই এলাকাবাসিসহ সুশীল সমাজের দাবী উর্ধ্বতন মহলের কাছে, ৫০ গ্রামের মানুষের দূর্ভোগ ও এলাকার উন্নয়নের কথা বিবেচনা করে অতিস্বত্তর নাগিরাট বাজারে একটি ব্রীজ নির্মাণ করা হোক ।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net