September 13, 2025, 7:51 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে এক গৃহবধু।
ঐ ভিকটিমের নাম গৃহবধূর রুনা খাতুন (২৫)। তিনি উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ খালপাড়ার ফরিদ হোসেন এর স্ত্রী।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জান াগেছে, বৃহস্পতিবার বিকালে শাশুড়ির সাথে ঝগড়া হয় রুনার। এর জেরে শাশুড়ী তাকে মারপিট করে। অভিমান করে টাইলস পরিস্কার করা ভিকসল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে রুনা।
রুনার ভাই জিম জানান, পারিবারিক কলহের কারণে তার বোনের উপর চলা অত্যাচার সহ্য করতে না পেরে বিষপানে সে আত্মহত্যা করার চেষ্টা করে। জিম তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার শামীম মাহমুদ প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে আন্তঃ বিভাগে মহিলা ওয়ার্ডে ভর্তি করেন।
ডাক্তার শামীম আহমেদ জানান, ভিকটিমের স্টমাক থেকে বিষ পরিষ্কার করা হয়েছে। ৭২ ঘন্টা পার না হলে রোগীর অবস্থা সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না।
এদিকে রুনার স্বামী ফরিদ হোসেন জানান, তার মায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে এ কাজ করে রুনা। তার চিকিৎসা চলছে।
তাদের দু’জনের ৭ বছরের সংসারে ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
এ ব্যাপারে থানায় কোন অভিযোগ করা হয়নি।