January 29, 2026, 3:32 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দুটি বন্দর দিয়ে চাল আসায় সরবরাহ বেড়েছে, কমতে শুরু করেছে দাম ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দ্রুত সম্পন্নের কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের কুমারখালীতে কথিত কিশোর গ্যাং ‘KBZ’-এর দুই সদস্যের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া মডেল থানা থেকে ‘নিখোঁজ’ ১৭টি আগ্নেয়াস্ত্র, কে কি বলছেন রেকর্ড উৎপাদন, রেকর্ড মজুত—তবু চাল আমদানির দরজা খুলে রাখতে হয় সারা বছর বৃহত্তর কুষ্টিয়ার চার জেলায় ৪ সমাবেশ/নৈতিক পুনর্জীবন ও মনোভাব পরিবর্তনের আহ্বান জামাত আমীরের কম মেকআপে স্বাচ্ছন্দ্য—যে ১১টি গুণে আলাদা করে চেনা যায় এই নারীদের কুষ্টিয়ার ৪টি আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহ ১৬ হাজার ছাড়াল ভারতের নতুন বার্তা: বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ও সমৃদ্ধিশালী সম্পর্ক অব্যাহত রাখার প্রতি প্রতিশ্রুতি ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় কমেছে গুঁড়া হলুদের দাম

শিলাইদহে রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শনে ভারতীয় ডেপুটি হাইকমিশনার

হুমায়ুন কবির/
কুষ্টিয়ার কুমারখালীতে অবস্থিত শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শন করেছেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার।
বুধবার কুষ্টিয়ার কুমারখালীতে অবস্থিত শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি ও ভারত সরকারের অর্থায়নে রবীন্দ্র কুঠিবাড়ির সম্প্রসারিত উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার বিজয় জর্জ।
শিলাইদহ রবীন্দ্রনাথ কুঠিবাড়ি সম্প্রসারিত উন্নয়ন কার্যক্রম ভারত সরকারের অর্থায়নে ২০১৫ সালের ৬ জুন ভার্চুয়ালি এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের ব্যয় ধরা হয় ১৮ কোটি ১৭ লাখ টাকা। ২০১৫ সালে শিলাইদহ কুঠিবাড়ি সম্প্রসারণ কাজ শেষ হয় ২০২০ সালে।
এ সময় তিনি রবীন্দ্র কুঠিবাড়ির সম্প্রসারিত উন্নয়নমূলক প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে ভারতীয় ডেপুটি হাই কমিশনার বিজয় জর্জ মুজিববর্ষ উপলক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, ভারতীয় হাই কমিশন রাজশাহীর ডেপুটি কমিশনার সঞ্জয় কুমার ভাট্টি ও সেকেন্ড সেক্রেটারি সঞ্জয় জাইন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রতন চন্দ্র পন্ডিত, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাহিমুল ইসলাম, প্রত্নতত্ত্ব অধিদফতরের ডিডি (প্রশাসন) মাহবুবুল আলম, অধিদফতর কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী গণপূর্ত জাহিদুল ইসলাম, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার, শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান মুখলেসুর রহমান ও শিলাইদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহউদ্দিন খান তারেক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net