October 20, 2025, 4:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাড়ি ভাতা ৫ শতাংশে শিক্ষকদের অস্বীকৃতি, আন্দোলন অব্যাহত এইচএসসিতে ইংরেজি: দুর্বল ভিত্তি থেকে ফল বিপর্যয় জুলাই সনদের অঙ্গীকারনামায় যা উল্লেখ আছে ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসের ৩ দিনের অনুষ্ঠানের উদ্বোধন চাকসু নির্বাচন: ভিপি-জিএসসহ ২৬ পদের ২৪টিতেই ছাত্রশিবিরের জয় রাকসু নির্বাচন/ ২৩ পদের ২০টিতে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের জয় আওয়ামী আমলের প্রশাসনের বিরুদ্ধে উঠা তিন অভিযোগ নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুদক সব সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি, পরীক্ষাও স্থগিত চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পান করে ৬ জনের মৃত্যু, ৩ জন হাসপাতালে দৌলতদিয়া/ ঘন কুয়াশার কারণে বন্ধ হওয়া ঘাট ৩ ঘন্টা পর স্বাভাবিক

কুষ্টিয়া-খুলনা মহাসড়কের কুষ্টিয়া-ভেড়ামারা অংশ দ্রত নির্মাণের তাগিদ কুষ্টিয়া নাগরিক কমিটির

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া-খুলনা মহাসড়কের কুষ্টিয়া-ভেড়ামারা অংশ দ্রত নির্মাণের তাগিদ দিয়েছেন কুষ্টিয়া নাগরিক কমিটি। দ্রত কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন কুষ্টিয়ার শত নাগরিক নিয়ে গঠিত এ কমিটি।
রোববার (১৭ এপ্রিল) কুষ্টিয়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীর সাথে এই মহাসড়ক নিয়ে এক মতবিনিময়ের পর নাগরিক কমিটির নেতৃবৃন্দ টেলিভিশন চ্যানেল সমুহের সাংবাদিক ব্রিফিংএ এ দাবির যথাযথ তুলে ধরেন।
নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহার নেতৃত্বে নাগরিক কমিটির নির্বাহী পর্ষদের সদসবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় এই মহাসড়কের কাজের বর্তমান ধীরগতির কারনে জনজীবনে এক দীর্ঘ সময় ধরে যে সীমাহিন দুর্ভোগ চলছে তা নহীরবিহীন বলে উল্লেখ করা হয়। নাগরিক কমিটির নেতৃবৃন্দ মনে করেন মহাসড়কের পুরোটা একসাথে খোড়াখুড়ি করে পুরো সড়কই যান চলাচলের অনুপযোগী করে রাখা হয়েছে। একই সাথে কোন বিকল্প না রেখে এটা করে রাখাটা অপরিকল্পিত অথবা প্রকল্পের ত্রুটি বলে মনে করেন।
তারা বলেন এই মহাসড়কের কোন অংশই এমন অবস্থায় পড়ে নেই। কেবলমাত্র কুষ্টিয়া অংশেই এই অবস্থা সৃষ্টি হয়েছে।
তারা বলেন বিকল্প না রেখে যান চলাচলের এ বিড়ম্বনা সৃষ্টি আইনের পরিপন্থি। তারা বর্তমান সরকারের অপরাপর উন্নয়ন চিত্রের সাথে তুলনা করে অবিলম্বে এ মহাসড়কের কাজ শেষ করার জন্য কতৃপক্ষকে অনুরোধ করেন।
এসময় নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল ওয়াসে, নির্বাহী পর্ষদের সদস্য আব্দুল খালেক, প্রফেসর শফিকুর রহমান, শাহনেওয়াজ আনসারী মনজু, এসএম কাদেরী শাকিল, বিশ্বজিত সাহা সন্টু ও ড. আমানুর আমান উপস্থিত ছিলেন।
মতবিনিময় কালে কুষ্টিয়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম জানান তারা দ্রততম সময়ের মধ্যে কিভাবে কাজ সম্পন্ন করে জনগনের কষ্ট দুর করা যায় সে লক্ষ্যে কাজ করছেন। তিনি জানান যে স্থান নিয়ে সমস্যাটি তৈরি হয়েছে সেটি সময় নিয়ে করতে হচ্ছে। কারন অনেকটা নতুন করে সড়কের বিভিন্ন সাইড নির্মাণ করতে হচ্ছে।
তিনি নাগরিক কমিটিকে ধন্যবাদ জানান সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে কমিটির এ উদ্যোগের জন্য।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net