November 16, 2025, 4:15 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জামায়াত ক্ষমতায় এলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা কর হবে ভেড়ামারায় বিএনপি প্রার্থীর কবর জিয়ারত— ধর্মীয় আবেগও কি দলীয় রাজনীতির ছোবলে? কুষ্টিয়ার ২জনসহ মেহেরপুর সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ কুষ্টিয়া-১ আসনে এনসিপির প্রার্থী হতে আগ্রহী নুসরাত তাবাসসুম ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, যৌথবাহিনীর অভিযান জোরদার গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে অবরোধ/সাড়ে চার ঘণ্টা পর স্বাভাবিক যান চলাচল ঢাকা–খুলনা মহাসড়কে রাজবাড়ীতে থেমে থাকা বাসে কুষ্টিয়াগামী এসবি পরিবহনের ধাক্কা, আহত ১৫ মানবতাবিরোধী অপরাধ মামলা: শেখ হাসিনাসহ তিনজনের রায় ১৭ নভেম্বর কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুটি দুর্নীতির মামলা

পরীক্ষা শেষ, দেশে আরও ২১ নতুন জাতের ধান, আরও বাড়বে উৎপাদন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশে আরও নতুন ২১ জাতের ধানের অনুমোদন দেয়া হচ্ছে। এগুলো চলমান আউশ, আমন ও বোরো মৌসুমে চাষ হবে। সরকারীর ও বেসরকারি প্রতিষ্ঠানের ২১টি হাইব্রিড ধানের নতুন জাত নিবন্ধন পেতে যাচ্ছে। আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় বীজ বোর্ডের সভায় এসব নতুন জাতের ধান বীজ নিবন্ধন ও ছাড় করা হবে।
বীজ বোর্ডের সভা উপলক্ষে কৃষি মন্ত্রণালয়ের তৈরি করা এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে
সূত্র জানায়, যেসব নতুন জাত নিবন্ধন পেতে যাচ্ছে তার মধ্যে ৩টি আউশ, ৭টি আমন ও ১১টি বোরো ধানের। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় এসব ধানের পরীক্ষামূলকভাবে (ট্রায়াল) চাষ করা হয়েছে। পরীক্ষামূলক চাষে বীজগুলোর উৎপাদন ভালো হয়েছে। জীবনকালও বাংলাদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এসব জাত সাময়িকভাবে নিবন্ধনের সুপারিশ করেছে জাতীয় বীজ বোর্ডের কারিগরি কমিটি। সব জাত দেশের সব অঞ্চলের জন্য নিবন্ধন পাবে না। কয়েকটি জাত সারা দেশে চাষের জন্য নিবন্ধন পাবে।
জানা গেছে, আউশের জাতগুলোর প্রতি হেক্টরে গড় ফলন ৫ দশমিক ৯৫ টন থেকে ৬ দশমিক ১৩ টন পর্যন্ত। এসব ধানের জীবনকাল ১২১ দিন। আমন ধানের উৎপাদন হেক্টরপ্রতি ৫ দশমিক ৩ থেকে ৬ দশমিক ১৪ টন। এসব ধানের জীবনকাল ১১৭ থেকে ১২০ দিন। আর বোরো ধানগুলোর হেক্টরপ্রতি উৎপাদন ৮ দশমিক ১৭ থেকে ৯ দশমিক ৪৮ টন। এসব ধানের জীবনকাল ১৪২ দিন। এসব ধানের দানা জাত অনুযায়ী মোটা, মাঝারি ও চিকন।
সূত্র জানায়, এসব ধানের জাত বাজারে আনতে এসিআই, ব্র্যাক, অস বাংলা এগ্রো, সুপ্রিম সিড, সুগন্ধা এগ্রি ইন্ডাস্ট্রিজ, ফার্মার্স সিড, তিন পাতা কোয়ালিটি সিড, থ্রি এস এগ্রো, বহুজাতিক কোম্পানি সিনজেনটা বাংলাদেশ লিমিটেড, আমেরিকার অ্যাডভান্স এগ্রো ও ভারতীয় কোম্পানি মাহিকো বাংলাদেশ লিমিটেড।
হাইব্রিড জাতের ফলন বেশি। কম জমি থেকে বেশি উৎপাদনের জন্য কৃষি মন্ত্রণালয় হাইব্রিডের জাত উদ্ভাবন ও চাষ বাড়ানোর চেষ্টা করছে। এ পর্যন্ত ২১৮টি জাতের ধান নিবন্ধন দেওয়া হয়েছে।
এর বাইরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের একটি আমন ধানের জাত ও একটি বোরো ধানের জাত ছাড় করা হচ্ছে। আমন ধানটি হচ্ছে ব্রি-২৯-এর সঙ্গে অন্য একটি জাতের সংকর। আর বোরো ধানটি হচ্ছে বিআর-২৮-এর নতুন জাত।
এ ছাড়া গমের ৩টি নতুন জাতের ছাড় করা হবে বীজ বোর্ডের সভায়। এর মধ্যে একটি জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। আর দুটি জাত উদ্ভাবন করেছে বেসরকারি প্রতিষ্ঠান এসিআই লিমিটেড।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net