October 9, 2025, 1:14 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পাবনায় জুলাই ছাত্র আন্দোলনে হত্যা মামলায় ১৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট পদ্মা নদীতে নৌ-চ্যানেলে খাজনা আদায়কে কেন্দ্র করে গোলাগুলি, দুজন গুলিবিদ্ধ বিসিবি গঠন/সভাপতি বুলবুল, অন্যান্য পদে যারা এলেন কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরাধ মামলায় হানিফসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ভারত থেকে আমদানি শুরুর কয়েক ঘন্টায় কাঁচা মরিচের দাম কমল ১৩০ টাকা সেপ্টেম্বরে প্রবাসী আয়ে নতুন রেকর্ড/দেশে এসেছে ২৬৮ কোটি ডলার রেমিট্যান্স পূজা কারনে ভারত থেকে আমদানি বন্ধ, দেশে কাঁচামরিচের দাম আকাশছোঁয়া প্রশাসনে এক বছরে পদোন্নতি ১৮১৭ : পদের চেয়ে কর্মকর্তা বেশি সহস্রাধিক কুষ্টিয়া/দুপুরে নিখোঁজ, রাতে বাড়ির পাশের ডোবায় স্কুলছাত্রীর মরদেহ দলীয় কর্মকাণ্ডে অনিয়ম/কুষ্টিয়া জেলা কমিটি থেকে এনসিপির দুই নেতার পদত্যাগ

বৈরী সময় থেকে উত্তরণে লালনের গান হতে পারে সত্যিকারের অবলম্বন : সংস্কৃতি প্রতিমন্ত্রী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন বর্তমানের এই বৈরী সময় থেকে উত্তরণে লালনের গান হতে পারে এরকটি সত্যিকারের কার্যকর অবলম্বন। তিনি বলেন লালনে দীক্ষিত হবার দরকার নেই। লালনের গানের দর্শন অনুরসণ করা গেলেই মানুষ অনেক কিছু থেকে মুক্তি পেতে পারে। তিনি বলেন লালনের গানে বিশ্বমানবমৈত্রীর উপকরণ আছে।
রোববার (৫ মার্চ) রাতে কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার ছেঁউড়িয়ার আখড়া বাড়িতে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের স্মরণোৎসব (দোলপূর্ণিমা) অনুষ্ঠানের দ্বিতীয় আলোচনা সভায় তিনি এসব কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, লালন সাঁই জাত-ধর্মের সীমাবদ্ধতার বাইরে মানুষকে সবার ওপর তুলে ধরেছেন। মৃত্যুর ১৩৫ বছর পরও লালন সাঁই দেশ ও জাতির জন্য আজও সমান প্রাসঙ্গিক, জনপ্রিয় ও আধুনিক। মানুষকে শান্তির পথ দেখিয়েছে লালন সাঁইয়ের মানবতাবাদ ও বাউলতত্ত্ব। তার বাউল মতবাদ আজ বিশ্বে সর্বজনীন হয়ে উঠেছে। বিশ্বে তাকে নিয়ে উন্নতর গবেষণা হচ্ছে।
তিনি আরও বলেন, আজকে ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে থাকা ভোলাই সাঁইয়ের লেখা লালনের গানের খাতা ফেরত পাওয়ায় এ অঞ্চলের বাউল গবেষকদের প্রাণের দাবি পূরণ হলো। এজন্য আমরা অধ্যাপক শক্তিনাথ ঝাঁ-এর কাছে তথা ভারত সরকারের কাছে কৃতজ্ঞ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
আরও বক্তৃতা করেন কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম, ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনাথ সাবেক কলেজের অধ্যাপক শক্তিনাথ ঝাঁ, লালন একাডেমির অ্যাডহক কমিটির সদস্য তাইজাল আলী খান, বিএমএ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. এ এফ এম আমিনুল হক রতন, চাপড়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু, সেলিম হক প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুর রশিদ চৌধুরী, আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান।
ড. আমানুর আমান তার আলোচনায় বলেন অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে লালনের আবির্ভাবের সময়ে বঙ্গ ভূমিতে ভারত চন্দ্র রায়, রামপ্রসাদ সেনরা ছিলেন। অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে (লালনের জন্মের কিছু পূর্ব-পর অর্থাৎ ) ইউরোপের শিল্পকলা-সাহিত্য-সংগীত-দর্শন এর জগতে তখন ভাস্বর হয়েছিলেন ভলতেয়ার, গ্যোটে, শীলার, মোজার্ট, পুশকিন সহ অনেক মহামানব। অন্যদিকে আর্থ-সমাজ-রাজনীতিতে ঐ সময় ইউরোপ, উত্তর আমেরিকা, এশিয়ায় এক ধরনের পরিবর্তনের ঝড় বয়ে চলছিল। এদিকে ভারতে ইংরেজদের ঔপনিবেশিক শাসনের প্রতিষ্ঠা হয়েছে। ওদিকে রুশ সাম্রাজ্যের জয় জয়কার। ঐ একই সময়ে উত্তর আমেরিকায় স্বাধীনতা সংগ্রামের সূত্রপাত আর ইউরোপে মহান ফরাসী বিপ্লবের পদধ্বনি।
লালনের জীবদ্দশায় বঙ্গ ভূমির প্রত্যন্ত অঞ্চলের ছোট ছোট শহরে এসবের ঢেউ লালনের আখড়ায় এসে দোলা দিয়েছিল কিনা তার কোনো দলিল নেই। তবে বাংলার মায়াময় প্রকৃতির কোলে নিম্ন গোত্র মানুষের শুধু বেঁচে থাকার এক ঘেয়ে বাস্তবতায় বেড়ে উঠেছিলেন এক নিরক্ষর মহামানব। যার রচিত গানের ভাষায় আমরা দেখতে পাই দর্শন, অধিবিদ্যা, জ্ঞানতত্ব, সত্তাতত্ব এর মতো বিষয়গুলো। যেটা কখনও কখনও ছাড়িয়ে গেছে ইউরোপ-আমেরিকার ঋদ্ধতার সম্ভার।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net