August 5, 2025, 9:14 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়াতে র্যাব-১২ শনিবার জেলার ২টি স্থানে পৃথক অভিযান চালিয়ে ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগারের তালা ভেঙে পলাতক আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। এসময় ৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে এ এলিট ফোর্স।
আটকদের মধ্যে রয়েছে- কুষ্টিয়া জেলা কারাগারের তালা ভেঙে পলাতক আসামি আব্দুর রাজ্জাক ও মাদক ব্যবসায়ী শিমুল হোসেন (২৭) ও দুর্জয় আহম্মেদ (১৯)।
র্যাব জানায়, সকাল সাড়ে ৭টার দিকে জেলার দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রাম থেকে আব্দুল রাজ্জাককে (৪৭) গ্রেপ্তার করা হয়।পরে তাকে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি এনামুল হকের নেতৃত্বে একটি টিম একই উপজেলার হোসেনাবাদ গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৮৮ বোতল ফেনসিডিল, এবং ১টি মোটরসাইকেলসহ পুরাতন আমদহ (সুপারি বাগানপাড়ার) মাহাবুল হকের ছেলে শিমুল হোসেন (২৭) এবং গাছের দিয়ার (নতুনপাড়া) গ্রামের সামছুল হকের ছেলে মো. দুর্জয় আহম্মেদকে (১৯) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামিদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply