January 30, 2026, 1:20 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গণভোটে প্রচার নিষিদ্ধ: সরকারি চাকরিজীবীদের জন্য কড়া নির্দেশনা কুষ্টিয়া-৩ ভাঙা বাংলায় স্বামীর জন্য ধানের শীষে ভোটের আহ্বান, ভোটারদের মাঝে ভিন্নমাত্রার কৌতুহল দুটি বন্দর দিয়ে চাল আসায় সরবরাহ বেড়েছে, কমতে শুরু করেছে দাম ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দ্রুত সম্পন্নের কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের কুমারখালীতে কথিত কিশোর গ্যাং ‘KBZ’-এর দুই সদস্যের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া মডেল থানা থেকে ‘নিখোঁজ’ ১৭টি আগ্নেয়াস্ত্র, কে কি বলছেন রেকর্ড উৎপাদন, রেকর্ড মজুত—তবু চাল আমদানির দরজা খুলে রাখতে হয় সারা বছর বৃহত্তর কুষ্টিয়ার চার জেলায় ৪ সমাবেশ/নৈতিক পুনর্জীবন ও মনোভাব পরিবর্তনের আহ্বান জামাত আমীরের কম মেকআপে স্বাচ্ছন্দ্য—যে ১১টি গুণে আলাদা করে চেনা যায় এই নারীদের কুষ্টিয়ার ৪টি আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহ ১৬ হাজার ছাড়াল

যুক্তরাষ্ট্র অনবরত এশীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে : পুতিন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
এশীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র নাক গলাচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১৮ অক্টোবর) ব্রিকসভুক্ত দেশগুলো গণমাধ্যম বিষয়ক প্রধানদের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘আরটি’।
খবরে বলা হয়, পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র অনবরত এশীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে এবং এর মাধ্যমে ইউরোপীয় দেশগুলোকে চীনের সঙ্গে সংঘাতে জড়িয়ে ফেলছে। যুক্তরাষ্ট্রের কাছে যেন, ইউরোপীয় মিত্র দেশগুলো দড়িতে বাঁধা ছোট কুকুর ছানা।
বৈঠকে পুতিন উল্লেখ করেন যে, ‘চীনের সঙ্গে রাশিয়ার অনন্য সম্পর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে মস্কো-বেইজিংয়ের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা বিশ্বের কৌশলগত স্থিতিশীলতার মূল কারণ হয়ে উঠেছে।’
এ সময় ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া-চীন সম্পর্ক ‘সমতার’ ভিত্তিতে গঠিত এবং উভয় দেশ সব সময়ই পরস্পরের স্বার্থের দিকে নজর রাখে এবং পরস্পরের কথা শুনে। তিনি আরও বলেন, ‘পক্ষান্তরে, ওয়াশিংটন এশিয়ায় বিপরীতমুখী নীতি অনুসরণ করছে এবং তার ইউরোপীয় অংশীদারদেরও একই কাজ করতে রাজি করছে।’
রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ‘কেউ এমনকি ইউরোপীয়দের তাদের মতামতও জিজ্ঞাসা করতে চায় না। তারা কি চীনের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট করতে চায় এবং এশিয়ায়—ন্যাটো কাঠামোর মাধ্যমে—জড়িত হতে চায় এবং সেখানে এমন পরিস্থিতি তৈরি করতে চায় যা চীনসহ এই অঞ্চলের দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে?’
তিনি বলেন, ‘আমি আপনাদের জোর দিয়ে বলতে পারি, তারা (ইউরোপ) এটি চায় না। তবুও, তাদের গলায় একটি দড়ি বেঁধে সেখানে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। যেন, বাপের বড় ভাই তার সঙ্গে একটি ছোট কুকুর টেনে নিয়ে যাচ্ছেন।’
এ সময় পুতিন জোর দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে চীনের উন্নয়ন ঠেকানো এখন অসম্ভব এবং ওয়াশিংটন এমন কিছু করার চেষ্টা করার ক্ষেত্রে ১৫ বছর দেরি করে ফেলেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net