April 18, 2025, 7:18 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় চুরির অভিযোগে সুরমান আলি (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে থানাপাড়ার জিকে বালুঘাট এলাকা থেকে সুরমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সুরমান আলী জিকে ঘাট এলাকার আব্দুল কালামের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে কুষ্টিয়া শহরের মিশন স্কুলের অপরপাশে রাস্তায় হালিম বিক্রেতা হাকিম তার বাড়ি থেকে হারানো গহনা চুরির অভিযোগ দেন সুরমানের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে সুরমানকে তার বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয় বুধবার রাতে।
এরপর থেকে সুরমানের কোন হদিস পাওয়া যাচ্ছিল না।
বৃহস্পতিবার সকালে জিকে বালুর ঘাট এলাকার আমেনা খাতুন নামে এক নারীর বাথরুমের পাশে ঝুলন্ত অবস্থায় সুরমানের মরদেহ দেখতে পাওা যায়।
পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। ।
নিহতের ভাই সেলিম হোসেন বলেন, হালিম বিক্রেতা হাকিম সুরমানকে ধরে নিয়ে গিয়ে আটকে রেখে ইলেকট্রিক শকসহ লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও নির্যাতন করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে।
কুষ্টিয়া মডেল থানার এসআই মো. খাইরুজ্জামান বলেন, নিহত সুরমানের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর থেকেই হালিম বিক্রেতা হাকিমসহ সন্দেহভাজনরা গা ঢাকা দিয়েছে।
Leave a Reply