August 1, 2025, 1:05 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সাতক্ষীরা জেলা প্রশাসন এবারের আম সংগ্রহের সরকারি সময়সূচি ঘোষণা করেছে। আগামী ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার আম।
সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত “নিরাপদ আম বাজারজাতকরণ” শীর্ষক এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এ সময়সূচি প্রকাশ করেন। সভায় জেলার আমচাষি, ব্যবসায়ী, কৃষি কর্মকর্তা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘোষিত সূচি অনুযায়ী, গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস ও দেশি বৈশাখীসহ স্থানীয় জাতের আম ৫ মে থেকে সংগ্রহ ও বাজারজাত করা যাবে।
হিমসাগর ২০ মে থেকে, ল্যাংড়া ২৭ মে এবং আম্রপালি ৫ জুন থেকে সংগ্রহ ও বাজারজাতের অনুমতি থাকবে।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম জানান, জেলায় প্রায় ৫,০০০টি আমবাগান রয়েছে, যা ৪,১৩৫ হেক্টর জমি জুড়ে বিস্তৃত। চলতি বছরে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬২,৮০০ মেট্রিক টন, যা গত বছরের ৫০,০০০ টনের তুলনায় অনেক বেশি।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ডেইলি সানকে বলেন, নানা কারণে জেলার আম সংগ্রহ ও বিতরণ ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে।
তিনি জানান, সাতক্ষীরার গোবিন্দভোগ, গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি জাতের আম দেশ-বিদেশে সমাদৃত। “এ অঞ্চলের আবহাওয়া ও মাটির গুণাগুণের কারণে আম অন্যান্য এলাকার তুলনায় আগে পরিপক্ব হয় এবং স্বাদেও অনন্য। ফলে আগে বাজারে ওঠে এবং ভালো দামও পায়,” তিনি বলেন।
“আমের সুনাম অক্ষুণ্ণ রাখতে ও নিরাপদ এবং বিশুদ্ধ ফল বাজারজাত নিশ্চিত করতে এই সময়সূচি চালু করা হয়েছে,” তিনি যোগ করেন।
তিনি আরও হুঁশিয়ারি দেন, নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম সংগ্রহ, সংরক্ষণ বা বাজারজাত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নজরদারিতে রাখতে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কৃষি বিভাগ সক্রিয় থাকবে।
জেলা প্রশাসক জানান, এবছর সাতক্ষীরা জেলা থেকে প্রায় ৭০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০১৫ সাল থেকে সাতক্ষীরার আম নিয়মিতভাবে ইউরোপে রপ্তানি হচ্ছে, যা জেলার অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
Leave a Reply