September 10, 2025, 7:59 pm
দৈনিক কুষ্টিয়অ অনলাইন/
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মেহেরপুর জেলার মুজিবনগর সীমান্ত দিয়ে রোববার ভোরে এক শিশুসহ ১০ জন বাংলাদেশিকে পুশব্যাক (জোরপূর্বক ফেরত) করেছে।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা পুলিশকে জানিয়েছেন, তারা আগে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে সাজাপ্রাপ্ত হয়েছিলেন। সাজা ভোগ করার পরও তারা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগারে আটক ছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, তাদের বিএসএফ-এর কাছে হস্তান্তর করা হয় বাংলাদেশে পুশব্যাক করার জন্য।
ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হ্রদয়পুর সীমান্তে তাদের একত্রিত করে মেহেরপুরের মুজিবনগরের ভবেরপাড়া সীমান্ত দিয়ে পুশব্যাক করে বিএসএফ।
সীমান্ত অতিক্রম করার পর বিজিবি তাদের আটক করে তল্লাশি শেষে ক্যাম্পে হেফাজতে নেয়।
আটককৃতরা হলেন: যশোর জেলার পুলেরহাট এলাকার সাইফুল হাসান, সাতক্ষিরার কলারোয়া উপজেলার বাটড়া গ্রামের প্রজেনজিৎ দাশ, মাদারিপুর জেলার রাজৈর থানার হাসেনকান্দা গ্রামের বিল্লাল শেখ, যশোরের শার্শা থানার কন্যাদা গ্রামের তারিকুল ইসলাম, খুলনার ডুমুরিয়া থানার মোনাবান্দা গ্রামের সেজুতি রায়, নড়াইল জেলার নড়াইল থানার পাংকোবিলা গ্রামের অর্চনা রানি সরকার এবং যশোর জেলার নওয়াপাড়া থানার বোদ্দনা গ্রামের দেবদাস বিশ্বাস, রূপা বিশ্বাস ও জয়দেব বিশ্বাস।
বিজিবির কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তর করেছে।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।