November 7, 2025, 3:31 pm

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের চলমান হামলায় এ পর্যন্ত অন্তত ৬৩৯ জন নিহত ও ১ হাজার ৩২০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস। ইরান-ইসরায়েল সংঘাত এরই মধ্যে সপ্তম দিনে পৌঁছেছে।
আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টসের তথ্যানুসারে, ইরানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্যকে শনাক্ত করা হয়েছে। আহত হয়েছেন ১ হাজার ৩২০ জন।
তবে ইরান সরকার ইসরায়েলের চলমান তীব্র হামলায় নিয়মিতভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। সর্বশেষ সোমবার (১৬ জুন) প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েলি হামলায় ২২৪ জন নিহত এবং ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছিল।
ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার পরিকল্পনায় নীতিগত অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনো পর্যন্ত তিনি চূড়ান্ত নির্দেশ দেননি।
বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। খবর আনাদোলুর।
সূত্রগুলো বলছে, ট্রাম্প এখনো চূড়ান্ত নির্দেশ দেননি এটা দেখার জন্য যে, তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে কি না।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য লক্ষ্যগুলোর একটি হলো ইরানের ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এটি পাহাড়ের নিচে অবস্থিত এবং সামরিক বিশ্লেষকদের মতে, এটি এতটাই সুরক্ষিত যে কেবল সবচেয়ে শক্তিশালী বোমাগুলোর পক্ষেই এটি ধ্বংস করা সম্ভব।
এর আগে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সিদ্ধান্ত নিয়েছেন কি না। জবাবে তিনি বলেন, আমি করতেও পারি, নাও করতে পারি। এরপর তিনি আবারও ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি তুলে বলেন, আগামী সপ্তাহটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। হয়তো সপ্তাহও লাগবে না।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর আগে স্পষ্ট করে বলেছেন, তার দেশ আত্মসমর্পণ করবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে, তাহলে তার অপূরণীয় পরিণতি হবে।
ইরানে বড় আকারে হামলা শুরু করল ইসরায়েল
ইরানে বড় আকারে হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
পোস্টে বলা হয়েছে, “ইসরায়েলি বিমান বাহিনী এখন তেহরান এবং ইরানের অন্যান্য অঞ্চলে ধারাবাহিক হামলা চালাচ্ছে।”
হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার সকালে ইরানের আরাক এবং খোন্দাবের বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্কতা জারি করেছিল। বলেছিল, তারা এসব এলাকার ‘সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু’ করতে পারে। খোন্দাবের উপকন্ঠে ইরানের একটি ভারী-পানির চুল্লি রয়েছে, পারমাণবিক চুল্লিগুলোকে ঠাণ্ডা রাখতে এটি সহায়তা করে।
তবে ইসরায়েল বলছে, ভারী-পানির ওই চুল্লির মাধ্যমে ইরান প্লুটোনিয়াম উৎপাদন করে, যা সম্ভাব্যভাবে পারমাণবিক অস্ত্রে ব্যবহার করা যেতে পারে।
লেবাননের সংবাদমাধ্যম আল মায়াদিন জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে হামলার খবর পাওয়া গেছে। এছাড়া তেহরানের পশ্চিমে কারাজ শহরের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে কারাজ এবং এর উপকণ্ঠের আকাশে ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোকে বাধা দিচ্ছে।
বৃহস্পতিবার ভোরে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে।